বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ সময় ৩১ জুলাই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:০২ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১০:৩৭ PM
‘বেগম রোকেয়া পদক, ২০২৫’ প্রদানের জন্য সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি কৃতী নারীর নাম চূড়ান্ত করতে আবেদন আহ্বান করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন পাঠাতে হবে।
আগ্রহী প্রার্থীরা মন্ত্রণালয়ের (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের (www.dwa.gov.bd) ওয়েবসাইট থেকে নির্ধারিত ‘ছক’ সংগ্রহ করে আবেদন করতে পারবেন।
ওয়েবসাইটে প্রদত্ত ‘ছক’ ব্যতীত অন্য কোনো ফরমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে প্রার্থীর অবদানের ক্ষেত্র সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনের সফট কপি ই-মেইলে (sasadmn2@gmail.com) – ‘Nikosh’ ফন্টে MS Word ফাইলে এবং হার্ড কপির দুই সেট ডাকযোগে বা সরাসরি সিনিয়র সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় বরাবর আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে হবে।
নারী শিক্ষা ও অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতিতে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নসহ সরকার নির্ধারিত যেকোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের অনুপ্রেরণা দিতেই প্রতিবছর এ পদক প্রদান করা হয়।