সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মচারীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৫:২৭ PM

‘সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫’ বাতিলের দাবিতে আজও মঙ্গলবারও (১৭ জুন) সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। এদিন বেলা ১১টায় আন্দোলনরতরা সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।
পরবর্তীতে কর্মচারীরা মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে যান। সেখানে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে।
বিক্ষোভে কর্মচারীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে’, ‘মানি না মানব না, ফ্যাসিবাদী কালো আইন’, ‘মানি না মানব না, অবৈধ কালো আইন’ স্লোগান দেন।
আরও পড়ুন: আসিফকে ‘শুভ সকাল’ জানিয়ে যে হুমকি দিলেন ইশরাক
প্রসঙ্গত, গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় সরকারি চাকরি অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়। এরপর ২৪ মে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন।