সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলার মানুষ আজ ঈদ উদযাপন করছেন।