সোমবার থেকে মিলছে নতুন টাকা, কোন নোট ও কোথায় মিলবে?

নতুন টাকা আসছে বাজারে
নতুন টাকা আসছে বাজারে  © সংগৃহীত

বাজারে আসছে নতুন টাকা। ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২ জুন) থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় এই নতুন টাকা বিনিময় করতে পারবেন গ্রাহকরা। প্রাথমিকভাবে প্রায় ২০০ কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই বিনিময় হবে সীমিত পরিসরে। এ ছাড়া আরও চার ধরনের নতুন নোট বাজারে আসছে বলেও জানানো হয়েছে।

রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি গ্রাহক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। তাই আজ কয়েকটি ব্যাংকে সীমিত পরিমাণে নতুন নোট সরবরাহ করা হয়েছে। এসব নোট সোমবার বা তার পরদিন থেকেই গ্রাহকদের কাছে পৌঁছাতে শুরু করবে।

প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট ছাড়া হচ্ছে। ধাপে ধাপে আরও নতুন নোট ছাপানো হবে এবং সরবরাহের পরিমাণ বাড়ানো হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান, শিগগিরই আরও চার ধরনের নতুন নোট বাজারে ছাড়া হবে। এসব নোটের অধিকাংশেই মসজিদের ছবি রয়েছে। নতুন নোটগুলো পর্যায়ক্রমে ছাপা ও বিতরণের প্রক্রিয়ায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, মোট ১১টি ব্যাংকের মাধ্যমে এই নতুন টাকা বিতরণ করা হবে। এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

যেসব ব্যাংকে নতুন টাকা বিনিময় করা যাবে সেগুলো হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

রীতি অনুযায়ী, প্রতিটি ঈদ উৎসবের আগে বাজারে নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক, যাতে মানুষ স্বচ্ছ, আকর্ষণীয় ও ঝকঝকে টাকা দিয়ে উপহার লেনদেন করতে পারে।


সর্বশেষ সংবাদ