মানবসম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জাইকা

৩১ মে ২০২৫, ১০:১৪ AM , আপডেট: ৩১ মে ২০২৫, ১২:৫৭ PM
মানবসম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জাইকা

মানবসম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জাইকা © সংগৃহীত

বাংলাদেশ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর মধ্যে অর্থনৈতিক সংস্কার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে দুইটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) জাপানের রাজধানী টোকিওতে আয়োজিত অনুষ্ঠানে এই ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সরকারি সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন।

চুক্তিগুলোর মধ্যে একটি হচ্ছে ‘অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা শক্তিশালীকরণে উন্নয়ন নীতি ঋণ চুক্তি’ এবং অপরটি ‘২০২৫ সালের জেডিএস স্কলারশিপ অনুদান চুক্তি’। জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো ও বাংলাদেশ সরকারের পক্ষে জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দাউদ আলী এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এর আগে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী ‘এক্সচেঞ্জ অব নোটস’ (ই/এন) স্বাক্ষর করেন, যা চুক্তিগুলোর আনুষ্ঠানিক পূর্বধাপ হিসেবে কাজ করে।

বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে এই ঋণ কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। ইউক্রেন যুদ্ধজনিত বৈশ্বিক মন্দা, মূল্যস্ফীতি এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়াতে এই ঋণের আওতায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

এই কর্মসূচির আওতায় বাংলাদেশ ৬০ বিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৪২২ মিলিয়ন মার্কিন ডলার) সহজ শর্তে ঋণ পাবে। অর্থনৈতিক পরিবেশ উন্নয়ন, শিল্পখাতের প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, স্থানীয় সরকার এবং অর্থ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কারসহ পরিবেশবান্ধব পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া এ কর্মসূচির অংশ হিসেবে কিছু নীতিগত পদক্ষেপ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নের মাধ্যমে বাস্তবায়িত হবে—এডিবি অর্থনৈতিক সংস্কার এবং বিশ্বব্যাংক জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে।

মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে স্বাক্ষরিত দ্বিতীয় চুক্তি ‘জেডিএস স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় ২০২৫ সালে ৩৩ জন সরকারি কর্মকর্তাকে জাপানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হবে।

এই অনুদান কর্মসূচির আওতায় ৬০৬ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৪.২২ মিলিয়ন মার্কিন ডলার) অর্থায়ন করা হবে। ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন মাস্টার্স ও ৩ জন পিএইচডি পর্যায়ে অধ্যয়ন করবেন।

২০০২ সাল থেকে এ পর্যন্ত মোট ৫৯১ জন বাংলাদেশি সরকারি কর্মকর্তা জেডিএস স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। এই কর্মকর্তারা দেশে ফিরে নীতিনির্ধারণী পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা, আদালতে আসামির দায় স্বীকার
  • ১৪ জানুয়ারি ২০২৬
কলেজ পর্যায়ে ভোলার ‘শ্রেষ্ঠ শিক্ষক’ মো. নিজাম উদ্দিন
  • ১৪ জানুয়ারি ২০২৬
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের কম…
  • ১৪ জানুয়ারি ২০২৬
ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিদেশে সাইফুজ্জামানের ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9