ড. ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিলো জাপানের সোকা বিশ্ববিদ্যালয়

৩০ মে ২০২৫, ০২:৩২ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৭:০১ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।

আজ শুক্রবার (৩০ মে) বিকেলে টোকিওতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন অধ্যাপক ইউনূস।

এর আগে সোকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতার কল্যাণে অধ্যাপক ইউনূসের উদ্ভাবনী চিন্তা ও জীবনব্যাপী প্রচেষ্টাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, তাঁর জীবনদর্শন ও কর্মধারা শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উল্লেখ্য, এর আগে বিশ্বের ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। সোকা বিশ্ববিদ্যালয়ের এই সম্মাননা সেই আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় যুক্ত হলো আরেকটি গৌরবোজ্জ্বল পালক হিসেবে।

রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬