হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না: প্রধান উপদেষ্টাকে মোদি

২৭ এপ্রিল ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৯ PM
প্রধান উপদেষ্টা ও নরেন্দ্র মোদি

প্রধান উপদেষ্টা ও নরেন্দ্র মোদি © সংগৃহীত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন, যেখানে তিনি শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলেছিলেন।

তবে জবাবে মোদি বলেছিলেন, তিনি এটি পারবেন না, কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এবং এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা যদি সামাজিক মাধ্যমে কিছু বলেন, সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

আলজাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলেন। তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে। এ বিষয়ে ড. ইউনূস আলজাজিরাকে বলেন, “বিমসটেক সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিমসটেকভুক্ত সব দেশের সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। আমি তার সঙ্গে কথা বলি এবং তাকে স্পষ্ট জানাই, ঠিক আছে, যদি আপনি শেখ হাসিনাকে রাখতে চান, তবে এ বিষয়ে আমি কিছু করতে পারব না। তবে অবশ্যই, যখন তিনি সেখানে থাকবেন, তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়।”

আলজাজিরার সাংবাদিক তখন প্রশ্ন করেন, “মোদি কী বলেছিলেন?”

ড. ইউনূস বলেন, “তিনি বলেছিলেন, ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ন্ত্রণ করতে পারব না।”

ইরানে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ
  • ০৯ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আবারও পররাষ্ট্র উপদেষ্টা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
‘নাসিরকে বল দেওয়া জীবনের অন্যতম বড় ভুল’
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই মাসের আমদানি বিল পরিশোধে রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে
  • ০৯ জানুয়ারি ২০২৬
চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬