হাসপাতালের স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা © সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলীতে প্রস্তাবিত ৫০০ শয্যার হাসপাতালের সম্ভাব্য স্থান সরেজমিন পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তিনি কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নতুন উপজেলা ভবনের পাশের একটি জমি পরিদর্শন করেন। হাসপাতাল নির্মাণের জন্য স্থানটি উপযোগী কিনা, তা মূল্যায়নের অংশ হিসেবে তিনি এ পরিদর্শন করেন।
স্থান পরিদর্শন শেষে নুরজাহান বেগম বলেন, ‘এই স্থানে ৫০০ শয্যার হাসপাতাল নির্মিত হলে কর্ণফুলীসহ পার্শ্ববর্তী আরও অন্তত তিনটি উপজেলার মানুষ এবং পুরো দক্ষিণ চট্টগ্রামের জনগণ আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবে।’ তিনি আরও বলেন, ‘আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে।’
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা এবং কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা প্রমুখ।
পরিদর্শন শেষে উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন এবং দ্রুত কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।