ক্ষুদ্রঋণ নিয়ে পড়েছেন শি, বাংলাদেশি আম-কাঁঠালের প্রশংসা— দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে আরও যা বললেন প্রেস সচিব

২৮ মার্চ ২০২৫, ১১:২২ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM

© টিডিসি সম্পাদিত

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস ও শি জিনপিংয়ের মধ্যে আজ সকালে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে এ বৈঠক নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন।

ফেসবুকে তিনি লেখেন, ‘চীন সফরে আলোচনাগুলি ব্যাপক, ফলপ্রসূ এবং গঠনমূলক ছিল, যা আমার উষ্ণতার চিহ্ন দিয়েছে। রাষ্ট্রপতি শি জিনপিং প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এটা ছিল অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর এবং এখন পর্যন্ত এটি একটি বিশাল সাফল্য।’

তিনি আরও লেখেন, ‘রাষ্ট্রপতি শি জিনপিং বলেছেন চীন বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং চীনা উৎপাদন উদ্যোগকে বাংলাদেশে স্থানান্তরকে উৎসাহিত করবে। চীন বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে ইতিবাচক বিবেচনা করবে। তাদের মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাস এবং পানি সম্পদ ব্যবস্থাপনার উপর সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল।’

শফিকুল আলম ফেসবুকে লেখেন, ‌‌‘বাংলাদেশের দুই সফর নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, তিনি যখন ফুজিয়ান প্রদেশের গভর্নর ছিলেন তখন তিনি মাইক্রোক্রেডিট নিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি আরও জানিয়েছেন যে, তিনি বাংলাদেশি আম এবং কাঁঠাল খেয়ে দেখেছেন। এগুলো সুস্বাদু। আগামী মাসগুলোতে চীনকে বড় আকারে এই দুটি ফল রপ্তানি করবে বাংলাদেশ।’

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে বুধবার (২৬ মার্চ) চীনে যান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর।

হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক নিহত
  • ১২ জানুয়ারি ২০২৬
দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন বিশেষ সুবিধার সরকারি ডিজিটাল …
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো আরও এক বিশ্ববিদ্যালয়
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে অংশ নিতে পারবেন না জামায়াত প্রার্থী ফজলুল
  • ১২ জানুয়ারি ২০২৬
শত্রু দেশের ওপর নজরদারি করতে কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারত
  • ১২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9