‘অন্ন-বস্ত্রের সংগ্রামে’ ব্যস্ত পালিয়ে যাওয়া সেই রাষ্ট্রদূত, স্লোগান তুললেন শেখ হাসিনার নামে

২২ মার্চ ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৫ PM
কানাডায় পালিয়ে যাওয়া রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল-রশিদ

কানাডায় পালিয়ে যাওয়া রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল-রশিদ © সংগৃহীত

মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল-রশিদ কানাডায় পালিয়ে যাওয়ার পর অন্ন-বস্ত্রের সংগ্রামে লিপ্ত আছেন বলে জানিয়েছেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে তার নামে স্লোগানও দিয়েছেন। এসব বিষয়ে শুক্রবার (২১ মার্চ) রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

হারুন আল-রশিদ ফেসবুকে লিখেছেন, আমাকে যে সব শুভানুধ্যায়ী ফোন করছেন ও বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগের চেষ্টা করছেন তাদের প্রতি নিবেদন: আমি এখন অন্ন-বস্ত্রের সংগ্রামে লিপ্ত আছি। কিছুটা গুছিয়ে নিয়ে আমি কথা বলা শুরু করব। তার জন্য একটু সময় লাগবে। আমাকে মেসেঞ্জারে মেসেজ করা ছাড়া অন্যভাবে আপাতত পাবেন না।

শীর্ষ সন্ত্রাসীরা বার বার স্মরণ করিয়ে দিচ্ছে, আমাদের কোথায় ফিরে যেতে হবে মন্তব্য করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতা। এরা মরণকামড় হিসাবে এগুলোকে ভারতীয় বয়ান বলে ঘৃণা ছড়িয়েছে, সন্ত্রাসী হামলা চালিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাতদিনের পরিশ্রমে গড়া দেশটাকে ভাগাড় বানিয়ে ফেলেছে। একই গদে ওরা আজও ঘৃণা ছড়াচ্ছে। 

তিনি আরো বলেন, ওরা বুঝে গেছে, ৫ আগস্ট ওরা ওদের বারুদ খরচ করে ফেলেছে। এখন আমাদের কাজ সন্ত্রাসীদের ফ্ল্যাশ আউট করা। এই সন্ত্রাসীরা এতটাই আঠালো যে, এদের বার বার ফ্ল্যাশ আউট করতে হবে। একটা জীবাণুও রাখা যাবে না। আমরা একশ বার ঘর ধুব, কারণ বেঁচে যাওয়া একটা ব্যাকটেরিয়াই আবার আমাদের জন্য এ ধরনের দুর্ভোগ নিয়ে আসার জন্য যথেষ্ট। 

আরো পড়ুন: হকারের দখলে ঢাকা কলেজের ফটক, ফুটপাতে হয়রানির শিকার পথচারী

এই বাজে কাজে যেন আমাদের বার বার হাত দিতে না হয়, আমাদের সে কথা স্মরণ রাখতে হবে। কারণ পরিষ্কার। আমরা বছরের পর বছর কষ্ট করে দেশ গড়ব, আর ওরা কয়েকদিনেই সব ধ্বংস করে দেবে, এই অবস্থা চলতে দেয়া যায় না। 

হারুন আল-রশিদ বলেন, মনে রাখবেন, আমরা পৃথিবীর স্রোতের অনুকূলে চলছি। এটাই আমাদের শক্তি। ওরা স্রোতের বিপরীতে সাঁতার কাটছে বলে ওদের এত গালি দিতে হয়। ওরা হতাশাতেই মরে যাবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু; জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সন্ত্রাসের বাংলাদেশ নিপাত যাক; মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রস্ফুটিত হোক।

ঢাবিতে ওসমান হাদীর স্মরণে আয়োজিত হচ্ছে ৫ দিনব্যাপী বইমেলা
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফের দুটি প্রধান সীমান্ত বাণিজ্যকেন্দ্র বন্ধ, রাজস্ব হা…
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
হুমকি-ধমকি মামলায় অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
  • ১২ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা-পাকিস্তান নয়, বাংলাদেশের জন্য যে দু’টি বিকল্প জায়…
  • ১২ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক নিহত
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9