প্রবাসীদের প্রক্সি ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছে কমিশন: ইসি সানাউল্লাহ 

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ  © টিডিসি ফটো

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোট প্রদানে পোস্টাল ব্যালট কার্যকর নয়। প্রক্সি ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছে কমিশন। আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, অতীতে এক কোটি ভোটার ভোটের অধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। তাই প্রবাসী ভোটারের জন্য প্রক্সি ভোটকে উপযুক্ত মনে করছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় যাদের নাম আছে, তারা এই ভোট দিতে পারবে। বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে ভোট দেওয়া প্রস্তাবনার কথাও জানান তিনি।

আরো পড়ুন: তৃতীয়বারের মতো দেশসেরা বিজিসি ট্রাস্ট, টপ-টেনে নেই বুয়েট-নর্থ সাউথ— বিস্ময় ইউজিসির

তিনি আরো বলেন, প্রবাসীদের ভোটিং সিস্টেমে পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোটিং সিস্টেমের মধ্যে প্রক্সি সিস্টেম নিয়ে কাজ করছেন তারা। এ বিষয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের ওয়ার্কশপ শেষে রাজনৈতিক দলসহ নীতিনির্ধারকদের সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।


সর্বশেষ সংবাদ