এনআইডি সেবা নিজেদের কাছে রাখতে সরকারকে চিঠি দিয়েছে ইসি

নির্বাচন ভবন
নির্বাচন ভবন  © সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে অন্তর্বর্তী   সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে এ সংক্রান্ত একটি  চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, এনআইডি সেবা কার্যক্রম স্থানান্তর করলে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে। আবার ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন আয়োজনে নানা সমস্যার মুখোমুখি হতে হবে নির্বাচন কমিশনকে।

এ বিষয়ে আখতার আহমেদ বলেন, ‘এই সেবা আমরা আমাদের এখানে রাখতে চাই। ২০০৭ সাল থেকে এটি গড়ে তোলা হয়েছে। আমাদের এখানে অভিজ্ঞ জনবল, প্রযুক্তি, এ কাজ করার অভিজ্ঞতা আছে। তাই এই সেবা দেওয়ার প্রকৃত হকদার নির্বাচন কমিশন।  চিঠিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।’

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবা এক জায়গায় থেকে দিতে সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশের খসড়া করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি জানার পর এনআইডি সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার (৬ মার্চ) আন্দোলনে নামেন ইসির কর্মকর্তা-কর্মচারীরা। ওইদিন তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং সিইসির কাছে স্মারকলিপি দেন। দাবি আদায়ে বুধবার পর্যন্ত নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা। অন্যথায় কর্মবিরতি ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করবেন বলে জানান।

পরে ওই দিন (বৃহস্পতিবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়া সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে আমি শুনিনি। আলাপ আলোচনা হয়েছে। কীভাবে হতে পারে, সে আলোচনা হয়েছে। আমরা লিখিতভাবে সরকারকে জানাব যে- এটা ইসির অধীনে থাকা উচিত।’

সিইসি আরও বলেন, ‘আমরা আমাদের মতামত জোরালোভাবে তুলে ধরব। যেখানে যেখানে মতামত দেওয়া দরকার, দেব। আমাদের পুরো কমিশন এটা চায়।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence