ব্যাকডেটের দাবিতে আমরণ অনশনে তিন নারী, দ্রুত সমাধানের দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ PM
চাকরিতে তিন বছর ব্যাকডেটের দাবিতে টানা ১০ দিন প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পর এবার আমরণ অনশনে বসেছেন তিন প্রার্থী। কয়েক দফা আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় অনশনে বসেছেন তারা। অনশনে বসা তিন নারীর শারীরিক অবস্থা দ্রুতই অবনতি হচ্ছে।
অনশনরতরা হলেন- জেসিয়া জেসমিন, জান্নাতুল ফেরদৌস লাকি এবং হাসনা খাতুন
আন্দোলনকারীরা জানান, গত তিন মাসে তারা দফায় দফায় সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। প্রথম দফায় ৪ দিন, দ্বিতীয় দফায় একটানা ৪৪ দিন, এবং সর্বশেষ তৃতীয় দফায় ১০ দিন অবস্থান কর্মসূচি পালন করা হয়। এর মাঝেও কর্তৃপক্ষের কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
৪৪ দিনের টানা অবস্থান কর্মসূচির সময় কয়েকজন আন্দোলনকারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হলেও তখনও সরকারের কোনো পক্ষ থেকে প্রতিক্রিয়া মেলেনি বলে অভিযোগ তাদের।
ব্যাকডেটের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা
এ বিষয়ে তুষার আহমেদ নামে এক প্রার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একজন উপদেষ্টার পরামর্শে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিবের মাধ্যমে প্রক্রিয়াধীন ফাইলটি উত্থাপনের অনুরোধ করেন। পরবর্তীতে আমরা ১০ জন সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করে ফাইলটি উত্থাপনের অনুরোধ জানাই। কিন্তু এখনো পর্যন্ত ফাইলটি উত্থাপিত হয়নি।
তিনি আরও বলেন, ‘মানবিক দিক বিবেচনায় সরকার যেন দ্রুত আমাদের দাবি মেনে নেয়। দীর্ঘ আন্দোলন, শারীরিক ঝুঁকি এবং অনশনরত শিক্ষকদের অবস্থা সংকটাপন্ন হয়ে উঠেছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই আমাদের তিন বছরের ব্যাকডেটের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। কোনো ক্ষতি হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।’