১৩ ও ১৪তম গ্রেডের ৬ জনকে নবম গ্রেডের দ্বিতীয় সচিব পদে পদোন্নতি

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ AM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ AM
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ © টিডিসি সম্পাদিত

অর্থ মন্ত্রণালেয়র অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ১৩ ও ১৪তম গ্রেডে নিয়োগ পাওয়া ছয় কর্মী নবম গ্রেডের প্রথম শ্রেণির কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন। সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও উচ্চমান সহকারী থেকে তাদের দ্বিতীয় সচিব (প্রশাসন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত সোমবার (১ সেপ্টেম্বর) ওয়েবসাইটে প্রশাসন-২ (সমন্বয়) শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের গত ২৫ আগস্টের স্মারকের পরামর্শের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের ছয় জন কর্মচারীকে দ্বিতীয় সচিব (প্রশাসন) পদে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর টাকা ২২,০০০-৫৩,০৬০/- বেতন স্কেলে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তা হলেন, সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর মো. আশরাফুল আলম, মো. হাফিজুর রহমান, মো. মিজানুর রহমান, উচ্চমান সহকারী মো. আজিজুল হক ও মো. শাহজাহান এবং সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর মো. ফাইযুল হোসেন। তারা সবাই নবম গ্রেডের দ্বিতীয় সচিব (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন।

আরও পড়ুন: দেশজুড়ে বিভিন্ন আদালতে ২৩২টি বিচারকের পদ সৃজনের সিদ্ধান্ত

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) রেদোয়ান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জানা গেছে, ১৩তম গ্রেডে সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং উচ্চমান সহকারী ১৪তম গ্রেডে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া যায়।

এদিকে ১৩ ও ১৪তম গ্রেডের পদ থেকে নবম গ্রেডে পদোন্নতি পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তোহিদুজ্জামান সোহেল নামে একজন লিখেছেন, ‘শিক্ষকদের মর্যাদা! এইচএসসি পাস ১৪তম গ্রেডের কর্মচারী থেকে প্রমোশন পেয়ে ৯ম গ্রেডের সচিব হয়ে যাওয়া। শিক্ষকের বেলায় অজুহাত! এদেশে শিক্ষক হওয়া পাপ!’

ঢাবির শহীদ ওসমান হাদির নিজ বিভাগের স্মরণসভা থেকে দ্রুত বিচা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬
২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফেসবুকের ৭ পেজের বিরুদ্ধে ঢাবি ছাত্রদল নেত্রীর মামলা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয় মিছিল, উচ্ছ্বাসে মাতল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫ কাজ ও উদ্যোগ, সংবাদ সম্মেলন করে…
  • ২৬ জানুয়ারি ২০২৬