১৩ ও ১৪তম গ্রেডের ৬ জনকে নবম গ্রেডের দ্বিতীয় সচিব পদে পদোন্নতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ AM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ AM
অর্থ মন্ত্রণালেয়র অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ১৩ ও ১৪তম গ্রেডে নিয়োগ পাওয়া ছয় কর্মী নবম গ্রেডের প্রথম শ্রেণির কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন। সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও উচ্চমান সহকারী থেকে তাদের দ্বিতীয় সচিব (প্রশাসন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত সোমবার (১ সেপ্টেম্বর) ওয়েবসাইটে প্রশাসন-২ (সমন্বয়) শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের গত ২৫ আগস্টের স্মারকের পরামর্শের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের ছয় জন কর্মচারীকে দ্বিতীয় সচিব (প্রশাসন) পদে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর টাকা ২২,০০০-৫৩,০৬০/- বেতন স্কেলে পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তা হলেন, সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর মো. আশরাফুল আলম, মো. হাফিজুর রহমান, মো. মিজানুর রহমান, উচ্চমান সহকারী মো. আজিজুল হক ও মো. শাহজাহান এবং সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর মো. ফাইযুল হোসেন। তারা সবাই নবম গ্রেডের দ্বিতীয় সচিব (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন।
আরও পড়ুন: দেশজুড়ে বিভিন্ন আদালতে ২৩২টি বিচারকের পদ সৃজনের সিদ্ধান্ত
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) রেদোয়ান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জানা গেছে, ১৩তম গ্রেডে সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং উচ্চমান সহকারী ১৪তম গ্রেডে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া যায়।
এদিকে ১৩ ও ১৪তম গ্রেডের পদ থেকে নবম গ্রেডে পদোন্নতি পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তোহিদুজ্জামান সোহেল নামে একজন লিখেছেন, ‘শিক্ষকদের মর্যাদা! এইচএসসি পাস ১৪তম গ্রেডের কর্মচারী থেকে প্রমোশন পেয়ে ৯ম গ্রেডের সচিব হয়ে যাওয়া। শিক্ষকের বেলায় অজুহাত! এদেশে শিক্ষক হওয়া পাপ!’