জুনিয়র কমিশন্ড অফিসার নিচ্ছে সেনাবাহিনী, আবেদন শুরু কাল

২১ জুলাই ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ AM
বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী © সংগৃহীত

সেনাশিক্ষা কোরে (এইসি) জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) পদে সরাসরি নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। আবেদন করতে হবে অনলাইন ও এসএমএসের মাধ্যমে। আবেদন করতে পারবেন আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) থেকে ২১ আগস্টের মধ্যে। কেবল পুরুষ (অবিবাহিত) প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান (শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রি/ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে)। এছাড়া স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০ (৪-এর মধ্যে) এবং এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ (৫-এর মধ্যে)।

শারীরিক যোগ্যতা: উচ্চতা—১.৬৫ মিটার (৫'-৫") ন্যূনতম। ওজন—৪৯.৯০ কেজি। বুক—স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/বিপত্নীক/ডিভোর্সি এই সংক্রান্ত কোন প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের সাঁতার (ন্যূনতম ৫০ মিটার) জানার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে।

বয়সসীমা: ৫ এপ্রিল ২০২৬ তারিখে সর্বনিম্ন ২০ থেকে ২৮ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: সুপারভাইজার ও শিফট ইনচার্জ নেবে আরএফএল গ্রুপ, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে: অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে http://army.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। এরপর টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী ১৬২২২ নম্বরে এসএমএস করে আবেদন ফি ৫০০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সংশ্লিষ্ট সাইটে লগইন করে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর প্রিন্ট করতে হবে।

বাছাই পরীক্ষা যেভাবে

*প্রার্থীদেরকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার (প্রাথমিক মেডিক্যাল এবং মৌখিক পরীক্ষা) জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্রসহ এলাকাভিত্তিক স্ব স্ব জেলার নির্বাচনী পর্ষদ/এরিয়া সদর দপ্তরের (সেনানিবাস) সামনে উল্লিখিত তারিখে সকাল ৮টার মধ্যে উপস্থিত হতে হবে।

আরও পড়ুন: আবুল খায়ের গ্রুপ নেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

*প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল একই দিনে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

*প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নির্বাচনী পর্ষদের নিকট হতে পর্ষদ সভাপতির স্বাক্ষর সম্বলিত ‘লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এই প্রবেশপত্র ছাড়া কোন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

*প্রাথমিক নির্বাচনী পরীক্ষায়t উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী ১৪ নভেম্বর ২০২৫ (শুক্রবার) সকাল ৯ টায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার জন্য ‘শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে’ উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদেরকে প্রয়োজনীয় কলম, পেন্সিল, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স ইত্যাদি সঙ্গে আনতে হবে। প্রার্থীগণকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে (সকাল সাড়ে ৮ টায়d) অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। cলিখিত পরীক্ষার কেন্দ্রে কোন প্রকার মোবাইল ফোন নিয়ে আসা যাবে না।

*লিখিত পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর ২০২৫ মাসের শেষ সপ্তাহে (যে কোনোদিন) বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট t(https://www.army.mil.bd এবংd Facebook) এ প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্যc প্রার্থীদের মৌখিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেয়া হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোন প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না।

প্রশিক্ষণ: ১২ সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং ১৯ সপ্তাহের বেসিক কোর্সে অংশগ্রহণ করবে।

এছাড়া বিস্তারিত তথ্য নিচের বিজ্ঞপ্তিতে দেখুন

২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৭ জানুয়ারি ২০২৬
দেড় বছর ধরে স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৮তম ফার্মা উইক ২০২৬ উদ্বোধন
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা!
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবিতে পরীক্ষাকেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব, ফাঁকা মেডিক…
  • ২৭ জানুয়ারি ২০২৬