ডাক বিভাগের দুই শতাধিক পদে নিয়োগ হয়নি চার বছরেও, হতাশায় চাকরিপ্রার্থীরা

১১ মে ২০২৫, ০৩:১৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১২:০৬ PM
ডাক বিভাগ

ডাক বিভাগ © সংগৃহীত

বাংলাদেশ ডাক বিভাগের ৩০ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২১ সালের ১১ জুলাই। এসব পদে ২৬৯ জন জনবল নিয়োগের জন্য ২০২২ সালের ১২ মার্চ পরীক্ষা শুরু হয়। ২০২৪ সালের ১১ নভেম্বর ভাইভা প্রক্রিয়াও শেষ হয়েছে। এরই মধ্যে চতুর্থ শ্রেণির কয়েকটি পদের চূড়ান্ত ফলাফল হয়ে গেছে। 

দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পদগুলার নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কবে ফলাফল প্রকাশ করা হবে সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি। এরইমধ্যে অনেকের চাকরিতে প্রবেশের বয়স শেষ হয়েছে। ফলে এ নিয়োগ বিজ্ঞপ্তিই তাদের ভরসা। কিন্তু দুই শতাধিক পদের ফলাফল এখনও প্রকাশ না করায় উদ্বেগে দিন কাটছে তাদের।

সুমন মাহমুদ নামে এক চাকরিপ্রার্থী বলেন, প্রায় চার বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চলছে। মাঝে সরকার পরিবর্তন হওয়ায় জটিলতা দেখা দেয়। এরপর গত বছরের শেষ দিকে ভাইভা শেষ হলেও ফলাফল দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে বলে, নতুন নিয়মে প্যানেল করে নিয়োগ দেবে। কীভাবে কী হবে, তা বুঝতে পারছি না। অনিশ্চয়তায় দিন কাটছে।  

ডাক বিভাগের ১৪.৩১.০০০০.০১২.০০.০০১.১৯.১৬ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, ৩০ ক্যাটাগরি পদের জন্য জনবল নিয়োগ দেওয়ার কথা উল্লেখ ছিল। চাকরিপ্রার্থীরা জানান, সবগুলো পদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১১ নভেম্বর উপজেলা পোস্টমাস্টার পদের ভাইবা শেষ হয়। এ নিয়োগ বিজ্ঞপ্তির আবার কয়েকটি পদের চূড়ান্ত রেজাল্ট ও হয়ে গেছে।

এসব পদের মধ্যে আর্মডগার্ড, বাইন্ডার, কাউন্টার, ইঙ্কম্যান পদ রয়েছে। কিন্তু বিজ্ঞপ্তির সাড়ে তিন বছরের বেশি সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও অধিকাংশ পদের চূড়ান্ত ফলাফল না দেওয়ায় অনেকের সরকারি চাকরির পরীক্ষার বয়সসীমা শেষ হয়ে গেছে। এছাড়াও অনেকের বয়স শেষের দিকে। এ অবস্থায় চাকরি প্রত্যাশীরা অসহায় হয়ে পড়েছেন। বেকারত্ব অনেকের জীবনযাপন কঠিন করে তুলছে।

তারা বলছেন, সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করা হলে বলা হয়, প্যানেল জটিলতার কারণে ফলাফল দেয়া হচ্ছে না। কিন্তু একই সময়ে প্রায় সব মন্ত্রণালয় ও অধিদপ্তরে ফলাফল প্রকাশ করা হচ্ছে। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ডাক অধিদপ্তরের ডিজি কে বলা ও হয়েছে, ফলাফল প্রকাশ করতে বাধা নেই। তারপরও ফলাফল প্রকাশ না করায় তারা হতাশ হয়ে পড়েছে।

আরও পড়ুন: হার্ভার্ডের মর্যাদাপূর্ণ ‘অ্যাসপায়ার লিডারস প্রোগ্রাম’র জন্য নির্বাচিত খুবির সঞ্চিতা

ডাক অধিদপ্তরের পরিচালক (কর্মী ও সংস্থাপন) মো. আবু তালেব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি আসার আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। নিয়োগ কমিটিতেও আমি নেই। তবে যতটুকু শুনেছি, আগের তালিকা বাদ দিয়ে নতুন নিয়মের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে ফাইল পাঠানো হয়েছে। সেখানে নতুন পদসহ ফাইল পাস হয়ে এলে ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে নিয়োগ কমিটি ভালো বলতে পারবে। 

নিয়োগ কমিটির দায়িত্বে আছেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) এস এম হারুনুর রশীদ। এ বিষয়ে বক্তব্য জানতে তাকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাব উদ্দীনকে ফোন দিলে তিনিও রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। 

হাবিপ্রবির এক আসনের বিপরীতে লড়বেন ৫২ ভর্তিচ্ছু
  • ১৩ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9