বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত চলতি সপ্তাহেই

১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:০২ AM
শীঘ্রই আসবে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত

শীঘ্রই আসবে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত © ফাইল ছবি

দীর্ঘ দেড় বছর পর খুলেছে বিদ্যালয় প্রাঙ্গণ। নানা শর্ত ও সতর্কতা নিয়ে ক্লাস চলছে শিক্ষার্থীদের। তবে খোলেনি প্রাক-প্রাথমিক পর্যায় ও বিশ্ববিদ্যালয়গুলো। এ সপ্তাহেই জানা যাবে কবে নাগাদ খুলবে বিশ্ববিদ্যালয়।

সূত্র জানায়, চলতি সপ্তাহেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও নিজ নিজ বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত সিন্ডিকেট ও একাডেমিক ও কাউন্সিলের হাতে। তারপরও ওই বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার সুনির্দিষ্ট রূপরেখা তৈরি হতে পারে।

গত ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে বৈঠকে আগামী ১৫ অক্টোবর থেকে খোলার ব্যাপারে একমত হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে গত ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা দেয়া হয়। এই সময় থেকে বিশ্ববিদ্যালয় খোলাও বাধা নেই বলে জানিয়েছিলেন ডা. দীপু মনি। তবে ১৫ অক্টোবরের আগে খুলবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলো। অনেক উপাচার্য আগে ভাগে খুলে দিতে চাইলেও এ ব্যাপারে দ্বিমত রয়েছে।

মনোনয়ন বৈধ করতে নতুন উদ্যোগ মঞ্জুরুল আহসান মুন্সীর
  • ২২ জানুয়ারি ২০২৬
১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি, পদ হারালেন আরেকজন
  • ২২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রশাসনের অনুমতি না পেয়ে গেটে শেখ মুজিবের সমাধিসৌধ জিয়ারত,…
  • ২২ জানুয়ারি ২০২৬
৩০০ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করল ইসি, কোন দলের কত?
  • ২২ জানুয়ারি ২০২৬