অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন : এনডিপি

০২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮ AM
অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন : এনডিপি

অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন : এনডিপি © ফাইল ফটো

অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। দলটির একাংশের চেয়ারম্যান কে এম আবু তাহের বলেছেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা হতাশায় নিমজ্জিত। কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়েছে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

কে এম আবু তাহের বলেন, দেশের যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রাপ্তে। হাত বাড়ালেই মদ, গাঁজা, সিসা, ইয়াবা, ফেনসিডিল পাওয়া যায়। প্রতিবেশী রাষ্ট্র থেকে জলের মতো দেশে মাদক ঢুকছে। বিভিন্ন জরিপ অনুযায়ী দেশে সাড়ে ৪ লাখ পথশিশু। এর মধ্যে ঢাকায় তিন লাখেরও বেশি। এসব শিশুরাও নানাভাবে মাদকাসক্ত হয়ে পড়েছে। আজ আমাদের যুবক, তরুণ বা শিশুদের রক্ষা করতে হবে।

এনডিপি চেয়ারম্যান বলেন, টিকা সঙ্কটে হাসপাতাল থেকে ফিরে যাচ্ছে হাজার হাজার মানুষ। টিকায় চরম অব্যবস্থাপনা চলছে। এর মধ্যে রাজধানীতে ডেঙ্গু মশার উপদ্রুব উদ্বেগজনকভাবে বেড়েছে। দুই সিটি কোনোভাবেই এডিস মশার লাভা ধ্বংস করতে পারছে না। এর দায় সরকারের। জনগণের জবাবদিহিমূলক সরকার না থাকায় এমনটা হচ্ছে। সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, হামলা মামলা করে অপরাজনীতি করছে তারা। এ অবস্থা চলতে পারে না। সবক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। নইলে দুর্বার আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পদত্যাগে বাধ্য করা হবে।

মনোনয়ন বৈধ করতে নতুন উদ্যোগ মঞ্জুরুল আহসান মুন্সীর
  • ২২ জানুয়ারি ২০২৬
১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি, পদ হারালেন আরেকজন
  • ২২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রশাসনের অনুমতি না পেয়ে গেটে শেখ মুজিবের সমাধিসৌধ জিয়ারত,…
  • ২২ জানুয়ারি ২০২৬
৩০০ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করল ইসি, কোন দলের কত?
  • ২২ জানুয়ারি ২০২৬