সিঙ্গাপুর ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০২:২০ PM
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে খেলছে বাংলাদেশ, যেখানে আগেই শীর্ষস্থান নিশ্চিত করে মূলপর্বের টিকিট পেয়েছে সিঙ্গাপুর। মঙ্গলবার হংকংকে ২–১ গোলে হারিয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় তারা। অন্যদিকে হংকংয়ের পয়েন্ট ৮।
এদিকে শেষ ম্যাচে হংকং ভারতকে এবং বাংলাদেশ সিঙ্গাপুরকে হারালেও হেড টু হেডে এগিয়ে থাকায় সিঙ্গাপুরই শীর্ষে থাকবে। যদিও সিঙ্গাপুরের কাছে হোম ম্যাচে ১–২ গোলে হেরেছিল বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতলে ৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করতে পারবে জামাল–হামজারা; তবে এশিয়ান কাপের টিকিট হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকবে নিশ্চয়ই।
তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার তপু বর্মণ খেলতে পারবেন না। ভারত ম্যাচে দুজনই হলুদ কার্ড দেখায় তাদের মোট কার্ড সংখ্যা দাঁড়ায় দুইয়ে।
নিয়ম অনুযায়ী, বাছাইপর্বে দুটি হলুদ কার্ড পেলেই পরের ম্যাচে খেলতে নিষেধাজ্ঞা কার্যকর হয়। একই কারণে ফাহমিদুলও ভারত ম্যাচে মাঠে নামতে পারেননি।
এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মোট ১১টি হলুদ কার্ড দেখেছে বাংলাদেশ। ২৫ মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কার্ড দেখেন হৃদয় ও মজিবুর রহমান। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে ডিফেন্ডার শাকিল আহাদ তপু ও তপু বর্মণ এবং ফরোয়ার্ড ফাহিম ও ফাহমিদুল হলুদ কার্ড পান।
এরপর ৯ অক্টোবর ঢাকার ম্যাচে রাকিব হোসেন, ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে ফাহমিদুল ও তারিক কাজী কার্ড দেখেন। সর্বশেষ হোম ম্যাচেও আবার কার্ড দেখলেন রাকিব ও তপু।