২২ বছরের অপেক্ষার অবসান, ভারতকে হারিয়ে উল্লাস বাংলাদেশের

১৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ PM
ভারতে হারানোর পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস

ভারতে হারানোর পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস © সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামে যেন ফুটে উঠল এক বিস্ময়কর অধ্যায়। দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার পর অবশেষে ভারতের বিপক্ষে জয় তুলে নিল বাংলাদেশ। গ্যালারি থেকে মাঠ—সবখানেই সেই মুহূর্তটি রূপ নিল এক অনন্ত উল্লাসে, যেখানে মিশে গেছে আবেগ আর স্বপ্নপূরণের উত্তাপ।

ভারত সর্বশেষ বাংলাদেশে খেলেছিল ২০০৩ সালে ঢাকায় সাফ গোল্ড কাপে, যেখানে স্বাগতিক বাংলাদেশ ২-১ গোলে জিতেছিল।


মঙ্গলবার (১৮ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই দৃঢ়তা দেখায় লাল-সবুজের যোদ্ধারা। ১১তম মিনিটেই রাকিব হোসেনের দুরন্ত গতিতে কেঁপে ওঠে ভারতের রক্ষণভাগ। তার বুদ্ধিদীপ্ত পাস ধরে ভারতীয় গোলরক্ষককে সূক্ষ্ম স্পর্শে পরাস্ত করেন শেখ মোরসালিন। চোখ জুড়ানো সেই গোল মুহূর্তেই স্টেডিয়ামকে রূপ দেয় উৎসবের মিছিলে।

তবে উত্তেজনা থেমে থাকেনি সেখানেই। ৩৪তম মিনিটে সাইডলাইনের ধারে বল দখলের লড়াইয়ে তপু বর্মনকে ধাক্কা দেন বিক্রম প্রতাপ। সেই মুহূর্তেই দুই দলের খেলোয়াড়রা দ্রুত জড়িয়ে পড়েন ধাক্কাধাক্কিতে। চোখের পলকে ৮-১০ জন ফুটবলার এক উত্তেজনাপূর্ণ গুঁতাগুঁতিতে মেতে ওঠেন। রেফারি শেষ পর্যন্ত তপু ও বিক্রম প্রতাপকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ম্যাচের ৩৭তম মিনিটে পরপর দুটি কর্নার পেল ভারত। তবে তেমন সুবিধা করতে পারেনি তারা। দ্বিতীয় কর্নার থেকে হেডার হলেও দারুণভাবে সেটি ফিরিয়ে দেন রাকিব হোসেন। বিপরীতে, বাংলাদেশও তৈরি করেছিল আরও সুযোগ, ৪৪তম মিনিটে দূরপাল্লার এক দারুণ শটে অল্পের জন্য পোস্ট মিস করেন হামজা।

দ্বিতীয়ার্ধে ভারত আক্রমণ বাড়ানোর চেষ্টা করলেও প্রতিটি মুহূর্তে রণদীপ্ত ডিফেন্স এবং গতিময় কাউন্টার আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। অবশ্য, দু'বার গোল শোধের খুব কাছে চলে গিয়েছিল ভারতীয়রা।

ম্যাচের ৭৮তম মিনিটে অনেকটা দূর থেকে বল টেনে এনে ডানপ্রান্ত ধরে দুরন্ত গতিতে এগিয়ে যান শাকিল তপু। একাই প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে ডি-বক্সের বাইরে থেকে নেন তীক্ষ্ণ কোনাকুনি শট। তবে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে তা ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক।

৮৩তম মিনিটে বাংলাদেশের কর্নার থেকে হঠাৎই দারুণ এক পাল্টা আক্রমণ গড়ে ভারত। তবে, দৃঢ়তায় সামনে এসে বল ক্লিয়ার করে বাংলাদেশকে বিপদমুক্ত করেন সোহেল রানা।

আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে বাঁধভাঙা উদ্‌যাপন! ২২ বছরের আক্ষেপ মুছে দিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জনের আনন্দ।

আজ পবিত্র শবে মেরাজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ রাজধানীতে কোথায় কী
  • ১৬ জানুয়ারি ২০২৬
শেষ পর্যন্ত গুগলের ওপরই ভরসা রাখল অ্যাপল
  • ১৬ জানুয়ারি ২০২৬
পাকিস্তানি বংশোদ্ভূত দুই ইংলিশ তারকা ক্রিকেটারকে ভিসা দিতে …
  • ১৬ জানুয়ারি ২০২৬
বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9