চ্যাম্পিয়ন লিগে অলিম্পিয়াকোসকে উড়িয়ে দিল বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা  © সংগৃহীত

চ্যাম্পিয়ন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে অলিম্পিকোসকে বিশাল ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অলিম্পিয়াকোসকে তারা ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। আগের ম্যাচে পিএসজির কাছে হারের পর ঘুরে দাঁড়াল তারা। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট তাদের।

এই ম্যাচে ফের্মিন লোপেস হ্যাটট্রিক এবং মার্কাস র‌্যাশফোর্ডের জোড়া গোল করেন।

চ্যাম্পিয়নস লিগে পিএসজি এবং লা লিগায় সেভিয়ার কাছে হারের পর ঘরোয়া লিগে জিরোনার বিপক্ষে জিতে ফর্মে ফিরেছিল বার্সেলোনা। এবার ইউরোপ সেরা মঞ্চেও সেই ছন্দ বজায় থাকল। অলিম্পিয়াকোস শুরুতে আক্রমণ শাণালেও, সপ্তম মিনিটেই লোপেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৮তম মিনিটে দ্রো ফের্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান লোপেস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য নাটকীয়তা আসে। ৫০তম মিনিটে এরিক গার্সিয়ার হ্যান্ডবলে পেনাল্টি পায় অলিম্পিয়াকোস এবং এল কাবি স্পট কিক থেকে ব্যবধান কমান। কিন্তু চার মিনিট পরই মার্ক কাসাদোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার সান্তিয়াগো, ফলে ১০ জনের দলে পরিণত হয় গ্রিক দলটি।

একজন কম থাকার সুযোগে অলিম্পিয়াকোসকে পুরোপুরি চেপে ধরে বার্সেলোনা। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লামিনে ইয়ামাল। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে আরও দুবার প্রতিপক্ষের জালে বল পাঠায় বার্সেলোনা। ৭৪তম মিনিটে আলেহান্দ্রো বাল্দের ছোট পাস থেকে গোল করেন মার্কাস র‌্যাশফোর্ড। মিনিটখানেক পরই জোরাল হাফ-ভলিতে হ্যাটট্রিক পূরণ করেন ফের্মিন লোপেস।

ম্যাচের শেষদিকে ৭৯তম মিনিটে পেদ্রির বাড়ানো বলে দারুণ দক্ষতায় নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোলটি করেন মার্কাস র‌্যাশফোর্ড।

 

 

 


সর্বশেষ সংবাদ