ফিফার নিষেধাজ্ঞার হুমকিতে ভারতীয় ফুটবল

২৭ আগস্ট ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ AM
ভারতীয় দল

ভারতীয় দল © সংগৃহীত

তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাসোসিয়েশন ফুটবলের (ফিফা) নিষেধাজ্ঞার সামনে ভারতীয় ফুটবল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) এরই মধ্যে ফিফা এবং এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসির) পক্ষ থেকে যৌথভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

মূলত এআইএফএফ-কে দীর্ঘদিন ধরেই সংবিধান সংশোধনের জন্য বার্তা দেওয়া হচ্ছিল। তবে সেই নির্দেশনা না মানায় এবার ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে নির্বাচন সম্পূর্ণ না হলে ফিফার পক্ষ থেকে ভারতকে নিষিদ্ধ করা হতে পারে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে কড়া বার্তা দিয়েছে ফিফা ও এএফসি। বলা হয়েছে, নতুন সংবিধান চূড়ান্ত করা এবং রূপায়ণে বারবার দেরি হওয়ায় ফিফা ভীষণ উদ্বিগ্ন। ২০১৭ সালে সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠার পর থেকেই ঝুলে আছে। বারবার অনুরোধ সত্ত্বেও স্পষ্ট এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি হয়নি। ফলে ভারতীয় ফুটবলে অসহনীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছে ফিফা।

শুধু তাই নয়, ফিফা ও এএফসির নিয়মকানুনের সঙ্গে মিল রেখে এআইএফএফ-এর সংবিধান সংশোধনের বিষয়টি এখন প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সরকারি সংস্থা বা অন্য কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই এআইএফএফকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে চিঠিতে বলা হয়েছে, এআইএফএফ-এর আগামী সাধারণ সভায় এটি নিষ্পত্তি করতে হবে।

এর আগে, ২০২২ সালে ১৬ আগস্ট ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ভারত। সেবার তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা প্রভাবের অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই নির্বাসন তোলার জন্য দ্রুত নির্বাচন করে একটা কমিটি তৈরি করা হয়েছিল। এতে ক্ষমতায় আসেন কল্যাণ চৌবে। তখন বলা হয়েছিল, সংবিধান সংশোধন করে ফের নির্বাচন হবে। এ নিয়ে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছিল। অবশ্য বিষয়টির শুনানি শেষ, দ্রুত রায়ও হতে পারে।

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা-ফিফা ও এএফসির নিয়মের সম্ভাব্য লঙ্ঘনের কারণে এবার ভারত বেশ বিপদের মুখে। নিষেধাজ্ঞা দিলে রীতিমত বিপাকে পড়তে পারে এবং এমনকি ফিফা ও এএফসির সদস্য পদও হারাতে পারে তারা।

 

এসএসসি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি
  • ১৮ জানুয়ারি ২০২৬
সাভারে যাত্রা শুরু হলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, নিয়োগ ঢাকাসহ ১৫ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ‘টিম গ্রিন ডাই’ বিজয়ী
  • ১৮ জানুয়ারি ২০২৬
বৈষম্যহীন সমাজ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়ের আহ্বান স্বাস্থ্য উপ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্লে-অফের আগে আরও এক তারকাকে দলে ভেড়াল সিলেট টাইটান্স
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9