হ্যারি কেইনের দ্রুততম হ্যাটট্রিকে বায়ার্নের দাপুটে জয়
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:২৮ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ AM
নতুন মৌসুমের শুরুটা দারুণভাবে করল বায়ার্ন মিউনিখ। আরবি লাইপজিগকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ম্যাচের মূল নায়ক হ্যারি কেইন, যিনি মাত্র ১৩ মিনিটের ব্যবধানে (৬৪ থেকে ৭৭ মিনিটের মধ্যে) টানা তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন। মৌসুমের প্রথম ম্যাচে এত দ্রুত হ্যাটট্রিকের রেকর্ড এর আগে ছিল শালকের কিংবদন্তি ক্লাউস ফিশারের, যিনি ১৯৭১ সালে ১২ মিনিটে করেছিলেন তিন গোল।
কেইনের সঙ্গে গোলের উৎসবে যোগ দেন নতুন সতীর্থরাও। মাইকেল ওলিস জোড়া গোল করেন, আর লিভারপুল থেকে আসা লুইস দিয়াজ একটি গোল করেন। প্রথমার্ধেই ওলিসের দুটি গোল ও দিয়াজের শটে ৩–০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। বিরতির পর গোলের মঞ্চটা দখল করেন কেইন। তার দুটি গোলে সহায়তা করেন দিয়াজ। টটেনহাম থেকে ২০২৩ সালে যোগ দেওয়ার পর এটি বায়ার্ন জার্সিতে কেইনের নবম হ্যাটট্রিক।
শেষ মুহূর্তে বদলি হওয়ার সময় দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানান দর্শকরা। ম্যাচ শেষে কেইন বলেন, ‘বিরতিতে যখন ৩–০ তে এগিয়ে গেলাম, তখনই ভেবেছিলাম গোল তালিকায় নাম তুলতে হবে।’ বায়ার্ন অধিনায়ক জশুয়া কিমিখ সতীর্থের প্রশংসা করে বলেন, ‘কেইন শুধু গোলই করে না, সতীর্থদের দিয়েও করায় এবং রক্ষণেও অবদান রাখে। দলের জন্য সেটাই সবচেয়ে মূল্যবান।’