এক ম্যাচ নিষিদ্ধ মেসি, শাস্তির তালিকায় আলবাও

২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:৪৭ PM
মেসি ও আলবা

মেসি ও আলবা © সংগৃহীত

নিশ্চিত ধারণার পর বিষয়টি এবার আনুষ্ঠানিক রূপ নিল। অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় শাস্তির মুখে পড়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকার (এমএলএস) শুক্রবার এক বিবৃতিতে জানায়, এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টাইন তারকাকে।

তবে শুধু মেসি নন, একই শাস্তির আওতায় এসেছেন তার ইন্টার মিয়ামি সতীর্থ জর্দি আলবাও। তাকেও এক ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

গত বুধবার মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে খেলেছিল এমএলএস অল-স্টার দল। সেই দলে ছিলেন মেসি ও আলবার নাম। তবে চোটের কারণে না থাকলেও মাঠে নামেননি তারা।

এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি লিগের পূর্বানুমতি ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নেন, তবে তাকে ক্লাবের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করা হয়। সেই নিয়মেই এবার শাস্তি পেতে হলো মেসি ও আলবাকে। ফলে তারা ইন্টার মিয়ামির হয়ে শনিবারের এফসি সিনসিনাতির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না।

মেসির অনুপস্থিতির কারণ নিয়ে অবশ্য ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেছিলেন, ‘খেলোয়াড়দের প্রায় সময়ই কিছু শারীরিক অস্বস্তি থাকে, বিশেষ করে যখন তারা প্রতি তিনদিন পরপর ম্যাচ খেলে।’

তবে শেষ পর্যন্ত এই বিশ্রামই কাল হয়ে দাঁড়িয়েছে মেসির জন্য। নিয়ম ভেঙে অল-স্টার ম্যাচে না খেলায়, মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬