ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে কে কার মুখোমুখি, খেলা কবে কখন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৯:২৩ AM
ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। ১৬ দল থেকে ৮ দল বিদায় নিয়েছে, আর কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে বাকি ৮ দল।
এই ৮ দলের মধ্যে ইউরোপীয় ক্লাব রয়েছে পাঁচটি। লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়া অঞ্চল থেকে বাকি তিনটি ক্লাব এসেছে। আগামী ৪ জুলাই কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হচ্ছে, যেখানে জয়ী ৪ দল সেমিফাইনালে ওঠবে। এখন সবার দৃষ্টি ৪ জুলাইয়ের দিকেই—কারা উঠবে শেষ চারে, শুরু হবে সেই নতুন লড়াই।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ৮ দল হলো- পালমেইরাস, আল হিলাল, পিএসজি, বায়ার্ন মিউনিখ, চেলসি, ফ্লুমিনেন্স, রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড।
এর মধ্যে মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দুটি দল। যেখানে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মেক্সিকান ক্লাব মন্টিরিকে ২-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
শেষ চারে ওঠার লড়াইয়ে অর্লান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় সৌদি আরবের আল-হিলালের মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। ৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় ইউরোপের ক্লাব চেলসির মুখোমুখি হবে পালমেইরাস। ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে গড়াবে ম্যাচটি।
একইদিন বায়ার্ন মিউনিখ ও পিএসজি মাঠে নামবে। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে রাত ১০টায় গড়াবে ইউরোপের দুই জায়ান্টের ম্যাচটি। এছাড়া রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড।
সেমিফাইনালে ফ্লুমিনেন্স ও আল হিলালের মধ্যকার জয়ী দল পালমেইরাস ও চেলসি ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। যেখান থেকে একটি দল ফাইনালে ওঠবে। রিয়াল মাদ্রিদ ও ডর্টমুন্ড এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্য থেকে আরেকটি দল আসবে।
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
ফ্লুমিনেন্স-আল হিলাল-৪ জুলাই-রাত ১টা-ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম
পালমেইরাস -চেলসি-৫জুলাই-সকাল ৭টা-লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড
বায়ার্ন মিউনিখ-পিএসজি- ৫ জুলাই-রাত ১০টা-মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম
রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড-৫ জুলাই-রাত ২টা-মেটলাইট স্টেডিয়াম