শমিতের অভিষেক, জামাল বাদ, দেখুন বাংলাদেশের একাদশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৬:৫২ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ১০:২৬ AM

ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে হালের ক্রেজ শমিত সোমের। শুরুর একাদশে কানাডাপ্রবাসী এই মিডফিল্ডারকে রেখেই দল সাজিয়েছেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। তবে শুরুর একাদশে জায়গা হারিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। এর আগে, ভারতের বিপক্ষেও একাদশ কিংবা বদলি হিসেবে জামালকে খেলতে দেখা যায়নি।
সবশেষ ভুটান ম্যাচ থেকে আরও দুটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করা সোহেল রানাও এই ম্যাচের শুরুর একাদশে জায়গা পাননি। তার জায়গায় মোহাম্মদ হৃদয়কে রেখেছেন বাংলাদেশ কোচ।
স্বাগতিকদের রক্ষণভাগেও পরিবর্তন এসেছে। লেফটব্যাক তাজ উদ্দিনের পরিবর্তে শাকিল আহাদ তপু একাদশে ফিরেছেন। ৪-২-৩-১ ফরমেশনে খেলাবেন ক্যাবরেরা। এছাড়া ২৩ সদস্যদের চূড়ান্ত স্কোয়াডে ঈসা ফয়সাল, মজিবর রহমান জনি ও মোহাম্মদ ইব্রাহিমের জায়গা হারিয়েছেন।
সিঙ্গাপুরের সঙ্গে এখন পর্যন্ত স্বীকৃতি ম্যাচে দুবারের দেখায় এক ড্রয়ের বিপরীতে আরেকবার হেরেছে লাল–সবুজের জার্সিধারীরা। সর্বশেষ ২০১৫ সালের ৩০ মে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত সোম, হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।