বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেশের যেখানে জায়ান্ট স্ক্রিনে দেখা যাবে
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:২১ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৮:৩৪ PM
বাংলাদেশ-সিঙ্গাপুরের ঐতিহাসিক ম্যাচ আজ মঙ্গলবার (১০ জুন)। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে এই ম্যাচ। সারা দেশের অধিকাংশ দর্শক এই ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ পাবে না। তবে ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার সুযোগ নেই। ম্যাচের অফিশিয়াল সম্প্রচারক টি স্পোর্টস জানিয়েছে, দেশের আট জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে।
জানা গেছে, সেই আট স্থান হচ্ছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, সিলেটের জিরো পয়েন্ট, রাজশাহীর নানকিং বাজার ও খুলনার শিববাড়ি মোড়।
ঢাকার রূপনগর-পল্লবী এলাকায় ১২ স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) ১২ স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। সেই জায়গাগুলো হচ্ছে: ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা ও বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।’