হামজার অভিষেক গোলে লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৮:২৭ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
দেশের মাটিতে প্রথমবার খেলতে নেমে স্বপ্নের মতই শুরুটা করলেন হামজা চৌধুরী। তার দুর্দান্ত এক হেডে ম্যাচের শুরুতেই লিড নেয় বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়ে একাধিকবার গোলের চেষ্টা চালালেও প্রত্যাশিত গোলের দেখা মেলেনি। বিপরীতে বলার মত কোনো আক্রমণই করতে পারেনি ভুটান। শেষমেশ ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে গিয়েছে স্বাগতিকরা।
বুধবার (৪ জুন) জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধের ৪৫ মিনিটে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। অন্যদিকে শুরুতেই পিছিয়ে পড়ে ভুটান রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে।
ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক জামাল ভূইয়ার কর্নার কিকে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন হামজা চৌধুরী। এতে দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই গোলের খাতা খুললেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার।
এদিকে এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামেদুল অবশ্য খুব একটা নজর কাড়তে পারেননি। ম্যাচের ৩০ ও ৩১তম মিনিটে দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। প্রথমে রাকিবের থ্রুয়ে নেওয়া তার নেওয়া শট ঠেকিয়ে দেন সফরকারী গোলকিপার। পরের মিনিটেই শাহ কাজেমের বক্সের ভেতরে নেওয়ার ক্রস থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। শেষমেশ ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।