ফাহমিদুল-হামজাকে শুরুর একাদশে রেখেই মাঠে নামছে বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
সৌদি আরবে জাতীয় দলে ক্যাম্পে ডাক পেয়েছিলেন ফাহমিদুল ইসলাম। তবে গত মার্চে ভারতের বিপক্ষে অদ্ভুত এক যৌক্তিকতে তাকে চূড়ান্ত স্কোয়াডে রাখেননি বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। যা নিয়ে দেশজুড়ে সমালোচনার পাশাপাশি আন্দোলনও হয়েছিল। এবার ঘরের মাঠেই অভিষেক হচ্ছে তার। ফাহমিদুলকে নিয়েই ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আক্রমণের ছক কষেছেন লাল-সবুজের স্প্যানিশ কোচ।
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাইয়ের ম্যাচকে গুরুত্ব দিয়েই পুরো দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রত্যয় ক্যাবরেরার। ম্যাচ পূরবর্তী সংবাদ সম্মেলনে সেই পরীক্ষা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর নামও ইঙ্গিত করেছিলেন কোচ। তবে শুরুর একাদশেই তাকে রেখেছেন ক্যাবরেরা। জয় নিশ্চিতের পরই হয়তো পরীক্ষা-নিরীক্ষার লক্ষ্য তার।
সফরকারীদের বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছেন বাংলাদেশ কোচ। গোলবারের অতন্দ্র প্রহরী যথারীতি মিতুল মারমা। রক্ষণে তপু বর্মণের সঙ্গে দুই সহোদর তাজ উদ্দিন ও সাদ উদ্দিন রয়েছেন। হামজার সঙ্গে মাঝমাঠে আছেন ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া। তবে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছিলেন না লাল-সবুজের অধিনায়ক।
বাংলাদেশের শুরুর একাদশ: মিতুল মার্মা (গোলরক্ষক), তপু বর্মন, সাদ উদ্দিন, তারিক কাজী, তাজ উদ্দিন (ডিফেন্ডার), সোহেল রানা, হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া (মিডফিল্ডার), কাজেম শাহ, ফাহমিদুল ও রাকিব হোসেন (ফরোয়ার্ড)।