এসি মিলানকে হারিয়ে ৫১ বছরে প্রথম শিরোপা উল্লাস বোলোনিয়ার

বোলোনিয়া দল
বোলোনিয়া দল   © সংগৃহীত

রোমের অলিম্পিকো স্টেডিয়ামে ইতিহাস গড়ল বোলোনিয়া। ইতালিয়ান কাপ ফাইনালে ১-০ গোলে এসি মিলানকে হারায় তারা। এতে ৫১ বছর পর বড় কোনো শিরোপা জিতল দলটি। সবশেষ ১৯৭৪ সালে এই শিরোপা জিতেছিল তারা। এরপর থেকে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালই খেলা হয়ে উঠেনি ক্লাবটির। এবার নিজেদের ইতিহাসে তৃতীয় ঘরোয়া ট্রফি উদযাপন করলো সেই ক্লাবই।

এদিন রোমের ঐতিহাসিক স্টাদিও অলিম্পিকোয় ম্যাচের ৫৩তম মিনিটে শিরোপা নির্ধারণী গোলটি আসে। ইতিহাসগড়া গোলে বোলোনিয়াকে ৫১ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা উল্লাসে মাতান দলটির সুইস ফরোয়ার্ড ড্যান নডোয়ে। 

মূলত বর্তমান কোচ ভিনচেনজো ইতালিয়ানো দায়িত্বের ম্যাজিক্যাল চেয়ারে বসার পরই দুর্দান্ত সব পরিবর্তন এসেছে ক্লাবটিতে। থিয়াগো মোটতার স্থলাভিষিক্ত হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পসরা সাজিয়েছেন তিনি। আর ইতালিয়ান এই কোচেরও ক্যারিয়ারের প্রথম কোনো বড় সাফল্য এটি।

এর আগে, ফিওরেন্টিনার দায়িত্বে থাকাকালে টানা তিনটি ফাইনালে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছিলেন ইতালিয়ানো। এর মধ্যে ২০২৩ সালের ইতালিয়ান কাপ ফাইনালও ছিল। এজন্য শিরোপা জয়ের পর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি এই কোচ। ম্যাচ শেষে উচ্ছ্বসিত খেলোয়াড়দের বুকে জড়িয়ে ধরেন তিনি। আর গ্যালারিতে বুনো উল্লাসে মেতেছিল দলটির সমর্থকরা।

এদিকে বর্তমানে ইউরোপা প্রতিযোগিতার টিকিট পাওয়ার লড়াইয়ে টিকে আছে মিলান। সিরি আ টেবিলের অষ্টমস্থানে দলটি, কনফারেন্স লিগের অবস্থানে থাকা রোমার থেকে এখনও তিন পয়েন্ট পিছিয়ে তারা। আগামী রোববার মুখোমুখি হবে এই দল দুটি। 


সর্বশেষ সংবাদ