আলোচনার কেন্দ্রে মেসির নতুন চুক্তি, কোথায় হতে যাচ্ছে পরবর্তী গন্তব্য?

লিওনেল মেসি
লিওনেল মেসি  © সংগৃহীত

লিওনেল মেসিকে পাওয়ার পরই যেন আমূল বদলে গেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)। একসময় ইউরোপমুখী নজর এখন ঘুরে গেছে আমেরিকার এই লিগে। মেসির পাশাপাশি লুইস সুয়ারেজসহ আরও অনেক ইউরোপজয়ী তারকা খেলছেন এমএলএসে। এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়, ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি নবায়ন হবে কি না।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাবনাই বেশি। ২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে ফ্রি এজেন্ট হিসেবে মায়ামিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মহাতারকা। সেই চুক্তির মেয়াদ চলতি বছরের শেষেই শেষ হয়ে যাবে।

আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে পরবর্তী ফুটবল বিশ্বকাপ। যদি ফিট থাকেন, তাহলে এই আসরেও মেসিকে দেখা যেতে পারে বলেই ধারণা অনেকের। অনেক বিশ্লেষকের মতে, ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই মেসি এমএলএসে যোগ দিয়েছিলেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মেসির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনায় অনেকদূর এগিয়েছে ইন্টার মায়ামি। এখনো শর্তাবলি চূড়ান্ত করা হয়নি, তবে দুই পক্ষই ইতিবাচক। আশা করা যাচ্ছে, ৩৭ বছর বয়সী এই সুপারস্টার শিগগিরই চুক্তিতে স্বাক্ষর করবেন।

মায়ামির সহ-মালিক জর্জ মাস এই আলোচনা সরাসরি তত্ত্বাবধান করছেন। ফ্লোরিডার একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “চুক্তি নবায়নের সিদ্ধান্তটি মেসির একান্তই ব্যক্তিগত। আমি সব সময়ই আশাবাদী ছিলাম। আশা করি, আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে। ২০২৬ সালে আমাদের নতুন স্টেডিয়ামে মেসিকে খেলতে দেখার লক্ষ্যেই আমরা এগোচ্ছি।”

মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি দারুণ পারফর্ম করছেন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ৪২টি গোল এবং ২১টি অ্যাসিস্ট করেছেন তিনি। চলতি মাসের শেষ দিকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ভ্যানকুবার হোয়াইটক্যাপসের মুখোমুখি হবে মায়ামি। সামনে ক্লাব বিশ্বকাপও রয়েছে তাদের লক্ষ্য।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence