করলার রস: ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতে কতটা কার্যকর?

২৭ নভেম্বর ২০২৫, ১০:৪৬ AM
করলার রস

করলার রস © সংগৃহীত

সকালে মুখ কুঁচকে করলার রস খাওয়ার দৃশ্য অনেকেরই পরিচিত। কারণ, বহু মানুষ বিশ্বাস করেন, ডায়েট, ব্যায়াম ও ইনসুলিনের পাশাপাশি এই তেতো সবজিটির রস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আয়ুর্বেদে করলার রসের নানা গুণের উল্লেখ থাকলেও চিকিৎসকদের মতে বিষয়টি আরও গভীরভাবে বোঝা প্রয়োজন।

গত কয়েক দশকে টাইপ–২ ডায়াবেটিসের হার দেশে দ্রুত বেড়েছে। চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস আক্রান্ত হলে শরীরে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না। তাই চিকিৎসার মাধ্যমে এই হরমোনের কার্যকারিতা বাড়িয়ে তোলার চেষ্টা করা হয়। সেই কাজে ওষুধের পাশাপাশি করলা রস খেলেও উপকার মেলে। শুধু তাই নয়, বিপাকহার সংক্রান্ত রোগবালাই-ও বশে রাখে।

 করলার রস খেলে কী কী উপকার মেলে?ক 

১) উচ্ছে বা করলার রস হলো অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু লিভারের যত্ন নেয়। বিপাকহার এবং হজম সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণে থাকে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে তা বিশেষ ভাবে সহায়ক।

২) ডায়াবিটিস রোগীদের মধ্য়ে অনেকেই উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। অতিরিক্ত দুশ্চিন্তা আবার সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। করলার রস খেলে হ্যাপি হরমোনের মাত্রা ঠিক থাকে।

৩) শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এই পানীয়। ফলে ত্বক এবং চুলের জেল্লা স্বাভাবিক ভাবেই বাড়তে পারে। অক্সিডেটিভ স্ট্রেস মুক্ত থাকলে শরীরও সামগ্রিক ভাবে ভালো থাকে।

পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
  • ২৪ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইবিতে জাতীয় ছাত্রশক্তির হ্যাঁ ভোটের প্রচারণা
  • ২৪ জানুয়ারি ২০২৬