ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৯.৭৬

১৮ নভেম্বর ২০১৯, ০৭:০১ PM
ফলাফল হস্তান্তর অনুষ্ঠান

ফলাফল হস্তান্তর অনুষ্ঠান © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে পাসের হার শতকরা ১৯.৭৬ শতাংশ।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট ফলাফল হস্তান্তর করে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ ইউনিট সমন্বয়কারী অন্যান্য সদস্যরা।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে ২৩ হাজার ১ শত ৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৯ হাজার ৬১৩ জন। এর মধ্যে কৃতকার্য হন ৩ হাজার ৮৭৭ জন। সে হিসেবে পাশের হার ১৯.৭৬ শতাংশ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, কর্মস্থল গাজী…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, পদ ৬, আবেদন শেষ ৯ ফেব্র…
  • ২৭ জানুয়ারি ২০২৬
অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
মহিলা সমাবেশ জামায়াতের যুগান্তকারী মুভ, অপেক্ষায় জাকসু এজিএস
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাদের কথায় আমি ভীত: মির্জা আব্বাস
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে
  • ২৭ জানুয়ারি ২০২৬