যেখানে আছো, ভালো থেকো: শাবনূর

সালমান-শাবনূর
সালমান-শাবনূর  © সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় নায়ক সালমান শাহ। নায়ক সালমান শাহ তার স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন। তবে সবচেয়ে সফল জুটি শাবনূরের সঙ্গে। দুই যুগ পেরিয়ে এখনও দর্শকের হৃদয়ে সালমান-শাবনূর জুটির আবেদন ফুরায়নি। এই দিনে তাকে স্বরণ করেছেন শাবনূর। সুদূর অস্ট্রেলিয়া থেকে অন্তর্জালে দিলেন বার্তা। যেখানে আছো ভালো থেকো, সুখে থেকো।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহর মৃত্যুবার্ষিকী। স্বাভাবিকভাবেই প্রিয় সহকর্মী, বন্ধুকে স্মরণ করলেন শাবনূর।সালমানের সঙ্গে ফ্রেমে-বন্দি কয়েকটি ছবি শেয়ার করেছেন নায়িকা।

সঙ্গে লিখেছেন, ‘অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নায়ক, যেখানে আছো ভালো থেকো, সুখে থেকো। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক, আমিন।’

প্রসঙ্গত, সালমান শাহ ও শাবনূর প্রথমবার জুটি বেঁধেছিলেন ১৯৯৪ সালের ‘তুমি আমার’ সিনেমায়। দর্শক তাদের রসায়নে মুগ্ধ হয়, সিনেমা দেখে লাভের মুখ। এরপর এই জুটিকে নিয়ে একের পর এক সিনেমা নির্মিত হয়েছে। প্রত্যেকটিই পেয়েছে দারুণ সাফল্য।

আরও পড়ুন: কী লেখা ছিল সালমান শাহ’র সেই সুইসাইড নোটে

তিন বছরের সিনে জীবনে ২৭টি সিনেমায় কাজ করেছিলেন সালমান শাহ। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। এই জুটির উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘রঙিন সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’।


সর্বশেষ সংবাদ