এসএসসি-এইচএসসি’র জন্য পেছাল পরীমণির সিনেমার মুক্তি

পরীমণি
পরীমণি   © সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে চিত্রনায়িকা পরীমণি অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছাড়পত্র পেয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেসময়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে না।

সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে।

এ ব্যাপারে সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল জানান, ‘আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু ২২ আগস্ট থেকে। যা শেষ হতে হতে অনেকটা সময় পার হয়ে যাবে। অথচ ছবিটাই তিনি বানিয়েছেন শিশু-কিশোরদের লক্ষ্য করে। তাই এ বছর আর ছবিটি মুক্তি দিতে চাইছেন না তিনি।’

তিনি আরও জানান, ‘বাচ্চাদের এসএসসি পরীক্ষা সামনে। এই সিনেমাটি শিশুদের জন্য নির্মিত। তারাই যদি সিনেমাটি না দেখার সময় ও সুযোগ পায় তাহলে আমার ২ বছরের পরিশ্রম সার্থক হবে না। তাই আমি ও আমার সহযোগী প্রযোজক বঙ্গ মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর এটি মুক্তি দেবো।

আরও পড়ুন : ভক্তদের হৃদয়ে ঝড় তুলে ঢাকায় ফিরলেন শাকিব খান

জানা গেছে, ড. জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সরকারি অনুদানে সিনেমাটি নির্মিত হয়েছে।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় পরীমণি ও সিয়াম আহমেদ অভিনয় করেছেন। এছাড়া এতে ১৮ জন শিশুশিল্পী অভিনয় করেছেন। সিনেমায় শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, মুনিরা মিঠু, আশিষ খন্দকার প্রমুখও অভিনয় করেছেন।  


সর্বশেষ সংবাদ