আরও বড় চমক আসছে: অনন্ত জলিল

১০ আগস্ট ২০২২, ০৩:৪৪ PM
অনন্ত জলিল ও বর্ষা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’ © সংগৃহীত

বড় চমক নিয়ে আসছেন অনন্ত জলিল। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা নেত্রী: দ্য লিডার চলতি বছরেই আসছে। এই ছবির মুক্তিকে দেশের চলচ্চিত্রাঙ্গনের বড় চমক বলে অভিহিত করেছেন অনন্ত জলিল।

বাংলা সিনেমার একটা জোয়ার শুরু হয়েছে। এটা ধরে রাখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন অনন্ত। তিনি বলেন, ‘বাংলা সিনেমার যে জোয়ার শুরু হয়েছে, সেটা কোন সিনেমার মাধ্যমে এটা আমরা না আপনারা বলেন। এসব শুনতে আমাদের ভালো লাগে। আমাদের সিনেমার যে জোয়ার শুরু হয়েছে, তা ধরে রাখতে ভালো ছবি বানানোর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে বলে আমার মনে হয়।

অনন্ত জলিল বলেন, গল্পের প্রয়োজনেই এখন তুরস্কে যেতে হবে। আশা করছি, চলতি বছরেই নেত্রী: দ্য লিডার মুক্তি দিতে পারব। এটিই এখন বড় চমক।’ সিনেমাটি নিয়ে ব্যস্ততা বেড়েছে এতে মূল ভূমিকায় অভিনয়শিল্পী বর্ষা। তিনি আরও বলেন, সিনেমার কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে। সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে বাকি শুটিং শেষ হবে। এটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। তুরস্কের শুটিংটুকু বাকি আছে।

আরও পড়ুন: শাহরুখের বাড়িতে হঠাৎ হাজির হলেন আমির খান!

চিত্রনায়িকা বর্ষা জানান, নেত্রী দ্য লিডার সিনেমা নিয়ে প্রচণ্ড ব্যস্ত এখন। প্রচারণা শুরু করে দিয়েছি ইতোমধ্যে। আমরা নিজেরাই তো অর্থলগ্নি করি সিনেমায়। নিজেরাই নিজেদের প্রডাকশনে কাজ করি। ইচ্ছা করলে একসঙ্গে পাঁচটা সিনেমায় লগ্নি করতে পারব। প্রতিটা সিনেমা সময় নিয়ে, যত্ন নিয়েই তৈরি করতে চাই। আমাদের বিশ্বাস, দর্শক যে প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছেন নেত্রী: দ্য লিডার সেই প্রত্যাশা পূরণ করবে বলে দাবি করেন স্ত্রী বর্ষা।

প্রসঙ্গত, নেত্রী: দ্য লিডার সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। সিনেমাটিতে রয়েছেন অনন্ত জলিল ও বর্ষা। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত।দেশের চলচ্চিত্রাঙ্গনের অন্যতম দুই ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন ও কাজী হায়াতকে  দেখা যাবে। পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকেও দেখা যাবে সিনেমায়।

ট্যাগ: সাহিত্য
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্…
  • ১২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির স্মরণে ঢাবিতে হবে ৫ দিনব্যাপী বইমেলা
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফের দুটি প্রধান সীমান্ত বাণিজ্যকেন্দ্র বন্ধ, রাজস্ব হা…
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
হুমকি-ধমকি মামলায় অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
  • ১২ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা-পাকিস্তান নয়, বাংলাদেশের জন্য যে দু’টি বিকল্প জায়…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9