লুঙ্গি পরা সেই ব্যক্তির সাথে সিনেমা দেখতে চান রাজ-মিম

লুঙ্গি পরিহিত সেই ব্যক্তি
লুঙ্গি পরিহিত সেই ব্যক্তি  © ফাইল ছবি

সেই ভিডিওতে তাকে একজন প্রশ্ন করেন, আপনার কাছে টিকিট বিক্রি করেনি কেন? লুঙ্গিপরা ব্যক্তিটি বলেন, ‘আমি লুঙ্গিপরা। লুঙ্গি পরেছি বলে আমার কাছে টিকিট বিক্রি করবে না।’ কিছুক্ষণ পর তাকে আবার প্রশ্ন করা হয়, তাহলে এখন সিনেমা দেখবেন কীভাবে?

লুঙ্গিপরা ব্যক্তি বলেন, ‘এখন চলে যাব। চলে যাচ্ছি।’

আরও পড়ুন: ‘গত দুই দশকে এমন নারী বিদ্বেষী চলচ্চিত্র দেখিনি’

এমন ঘটনায় ব্যথিত ‘পরাণ’ সিনেমার পরিচালক রায়হান রাফি, নায়ক শরীফুল রাজ, নায়িকা বিদ্যা সিনহা মিমসহ চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের অনেকেই। বিষয়টি জানার পর কষ্ট পেয়েছেন ‘পরাণ’-এর নায়ক শরীফুল রাজে। তিনি রাতেই ফেসবুকে লিখেছেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সাথে আমার টিম নিয়ে বসে “পরাণ” দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-ছেলে গল্প করব। আমাকে কেউ একটু জোগাড় করে দেন প্লিজ।’

 রাজ বলেন, ‘আজ যদি আমার বাবা এভাবে লুঙ্গি পরে সিনেমা হলে যেতেন এবং তারা শুধু লুঙ্গির জন্য যদি সিনেমা টিকিট না বিক্রি করতেন, সে ঘটনায় যেমন ব্যথিত হতাম, ঠিক তেমনিভাবে ব্যথিত হয়েছি। মানবিকভাবে এটা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। আমরা তাঁকে খুঁজছি। “পরাণ” সেই বাবাকে পাশে নিয়ে দেখব।’

তিনি আরও বলেন, ‘আমি আসলে সত্য ঘটনা কী, এটা এখনো বলতে পারছি না। অনেকেই মনে করছেন, এটা আমরা ইস্যু বানিয়েছি, যা সত্য নয়। আমাদের সিনেমা এখনো দর্শকেরাই দেখছেন। এ ধরনের প্রচারণা আমরা কেন করব? এটা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। ঘটনাটি আমাদের সিনেমা নিয়ে। লুঙ্গি আমাদের জাতীয় পোশাক। একজন বয়স্ক মানুষকে এভাবে ফিরে যেতে দেখে খারাপ লেগেছে। যে কারণেই তার সঙ্গে সিনেমাটি দেখব আমরা। তাকে খুঁজছি। তাকে পাওয়া গেলেই ঘটনাটি জানা যাবে। শুধু শুধু এটাকে সিনেমার প্রচারণার ইস্যু বানাবেন না।’

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ফেসবুকে লিখেছেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সাথে বসে “পরাণ” দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু জোগাড় করে দিন প্লিজ। আমরা তার সঙ্গে সিনেমা দেখব।’

সিনেমাটির পরিচালক রায়হান রাফিও গতকাল রাতেই ফেসবুকে পোস্ট করে নাম-পরিচয় না জানা লুঙ্গিপরা সেই ব্যক্তিকে খুঁজছেন। একজন পরিচালক হিসেবে তিনি ব্যথিত। তিনি বলেন, ‘আমরা সেই বাবাকে খুঁজছি। তাঁর সঙ্গেই আমরা সিনেমাটি দেখব। তিনি অবশ্যই লুঙ্গি পরে সিনেমাটি দেখবেন। আর লুঙ্গি পরে সিনেমা দেখা যাবে কি না, সেটাও আমরা জানার চেষ্টার করছি। যদি নিয়ম না থাকে, তাহলে অবশ্যই অনুরোধ করব, লুঙ্গি পরে দর্শকদের সিনেমা দেখতে দিন। দেশের বেশির ভাগ মানুষই লুঙ্গি পরে। এটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িত পোশাক।’

স্টার সিনেপ্লেক্স এ ঘটনার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটিকে একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝি বলে অবিহিত করেছে হল কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ