গরুর হাটে তাড়া খেলেন কাবিলা-হাবুরা!

গরুর হাটে তাড়া খেলেন ব্যাচেলর পয়েন্ট তারকারা
গরুর হাটে তাড়া খেলেন ব্যাচেলর পয়েন্ট তারকারা   © টিডিসি ফটো

এ সময়ের বাংলা নাটকে বিপুল আলোচিত নাম ‘ব্যাচেলর পয়েন্ট’। ব্যাচেলর পয়েন্ট নাটক করে জনপ্রিয়তার তুঙ্গে আছেনে এ নাটকের তারকারা। প্রত্যক ঈদে তাদরকে নিয়ে বিশেষ পর্ব তৈরী করেন পরিচালক কাজল আরেফিন অমি। এসব পর্ব ইউটিউবে মুক্তি পাওয়ার পর দর্শক হুমড়ি খেয়ে পড়েন। অতিদ্রুত হয়ে যায় মিলিয়ন মিলিয়ন ভিউ।

রমজানে ব্যাচেলরদের নানা কর্মকাণ্ড নিয়ে নির্মিত হয় ‘ব্যাচেলরস রমজান’। মাত্র ৬ দিনেই ১ কোটি ভিউ হয়েছিল ওই পর্বে। যা বাংলা নাটকের ইতিহাসে বিরল রেকর্ড।

সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে ‘ব্যাচেলরস কোরবানি’। সুখবরটি দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি ফেসবুকে নাটকটির শুটিংয়ের একটি ক্লিপ শেয়ার করে জানিয়েছেন, কোরবানির ঈদ মাতাতে ভিন্ন আঙ্গিকে আসছে ব্যাচেলররা।

আরও পড়ুন: কোন বয়সে বিয়ে করলে পুরুষদের আয়ু বাড়ে

অমি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই বিশেষ পর্বে তুলে ধরা হবে ব্যাচেলররা কীভাবে কোরবানির জন্য গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে; কাবিলা, পাশা, শুভ কিংবা হাবু ভাইয়েরা কীভাবে ঈদ উদযাপন করে এ সমস্ত কিছু।

বিশেষ এই নাটকেও থাকছেন ব্যাচেলর পয়েন্টের তারকারা। মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ। বরাবরের মতো এটিও দেখা যাবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।

প্রসঙ্গত, গত মার্চ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’-এর প্রচার শুরু হয়েছে। ইতোমধ্যে ৩৬টি পর্ব প্রচার হয়েছে। প্রতিটি পর্বই লুফে নিচ্ছেন দর্শক। যার প্রমাণ মেলে ইউটিউবে নাটকটির পর্বগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখলে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence