কল দিতে বললেন শেখ সাদী, ফোনে টাকা নেই পরীমণির

পরীমণি ও শেখ সাদী
পরীমণি ও শেখ সাদী  © সংগৃহীত

সম্প্রতি সময়ে শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সোমবার (১০ মার্চ) নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট করেছেন তিনি।

সেই পোস্টে কমেন্ট বক্সে শেখ সাদী উল্লেখ করেছেন যে, খাবার খেতে কষ্ট কলে তাকে যেন পরী কল করেন। কমেন্টের পরিপ্রেক্ষিতে পরী জানান যে, তার ফোনে কল দেওয়ার মতো টাকা নেই। 

পাল্টা কমেন্টে সাদী লিখেছেন, ‘আপনি নিশ্চয়ই আল্লাহ তায়ালার অনেক প্রিয়। আমার কেনো যেন মনে হয় এই বিষয়টা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন। আল্লাহ আপনার সাথে আছেন এবং উনি অবশ্যই আপনার জন্য দারুণ কিছু পরিকল্পনা করে রেখেছেন।’

‘নিজেকে কখনোই একা ভাববেন না যার সাথে আল্লাহ আছেন তার আর কিছু লাগে নাকি। আপনার হাসি ধরে রাখার জন্যে আল্লাহ আপনাকে সাহিম আর প্রিয়ম কে তো দিয়েই দিছে।’

তার কথায়, ‘আপনাকে এতো সুন্দর হাসি দিয়েছে যেহেতু এটাকে একদমই বৃথা যেতে দিবেন না। হাসি খুশি থাকুন, জীবনকে উপভোগ করুন। এরপরেও খেতে কষ্ট হলে feel free to call me।’

এরপর পরীমণি লিখেন, ‘শেখ সাদী পিচ্চি পোলা, তোরে ফোন দেওয়ার মতো টাকা নাইরে আমার ফোনে সোনা।’ 


সর্বশেষ সংবাদ