জন্মদিনে মুক্তি পাচ্ছে আবরারকে নিয়ে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’

  © সংগৃহীত

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়। এরপর ছাত্রলীগের নির্মমতার শিকার আবরার ফাহাদ হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক। আবরার হত্যাকাণ্ডের এই করুণ মৃত্যুতে ভেসে ওঠে ছাত্র রাজনীতির পৈশাচিকতা।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি শহিদ আবরার ফাহাদের জন্মদিন। আর এই দিনেই মুক্তি পাচ্ছে আবরারের হত্যকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’। শর্টফিল্মটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশেও যশোরের মণিহারসহ বেশ কয়েকটি সিনেমা হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে শর্টফিল্মটি প্রদর্শিত হয়েছে।

এবার, বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করে শর্টফিল্মটি ইউটিউবে মুক্তি দেওয়ার কথা জানাল প্রযোজক প্রতিষ্ঠান ‘একটি ফুল’। প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের উদ্যোগে সাজানো সোশ্যাল এন্টারপ্রাইস ‘একটিফুল’ এর পক্ষ থেকে জানানো হয় আগামী ১২ ফেব্রুয়ারি ‘একটিফুল’ নামক ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি মুক্তি পাবে। 

শর্টফিল্মটি নির্মাণ করেন তরুণ নির্মাতা শেখ জিসান আহমেদ। এ বিষয়ে পরিচালক শেখ জিসান আহমেদ বলেন, দর্শকরা আমাদের কাছে মৌলিক কাজ প্রত্যাশা করে। সেই প্রত্যাশা থেকে আমরা ‘রুম নম্বর-২০১১’ নির্মাণ করেছি। আশা করি, এটি দর্শকদের আকৃষ্ট করবে। দর্শকদের বলব, আপনারা শর্টফিল্মটি দেখুন। মতামত প্রদান করুন। তিনি শর্টফিল্মটি নির্মাণে সহযোগিতা করায় ‘একটিফুল’কে ধন্যবাদ জানান।

‘একটিফুল’ এর প্রধানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি শহিদ আবরার ফাহাদের জন্মদিন। শর্টফিল্মটি সবার মাঝে উন্মুক্ত করে দেয়ার এর চাইতে ভালো দিন আর কী হতে পারে। ‘একটিফুল’ একটি সামাজিক সংগঠন যা শর্টফিল্মটি প্রডিউস করেছে। আমাদের সংগঠনটি সামাজিক কাজের মাধ্যমে অনেক তরুণ উদ্যোক্তাকে প্রমোট করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা তরুণদের জন্য হাত বাড়িয়ে দিয়েছি। আজকের তরুণরাই আগামীর পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, ‘একটিফুল’ থাকবে তাদের এগিয়ে চলার পথে।

শর্টফিল্মটি দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence