১৯ বছরের ছোট ছেলের সঙ্গে প্রেমে মজেছেন আমিশা প্যাটেল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ PM
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল বর্তমানে পঞ্চাশের কোটায়। এই বয়সে তাকে ঘিরে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। প্রেমিক দুবাইয়ের শিল্পপতি নির্বাণ বিড়লা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের অন্তরঙ্গ একটি ছবি শেয়ার করেছেন আমিশা। ছবিতে দেখা গেছে, আমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ।
ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটি সন্ধ্যা।’ নির্বাণও এর উত্তরে ‘ডার্লিং’ লেখেন। তাতেই যেন শুরু হয়েছে গুঞ্জন।
শুধু প্রেম নয়, আমিশা ও নির্বাণের বয়সের পার্থক্য নিয়েও শুরু হয়েছে আলোচনা। নির্বাণ আমিশার চেয়ে ১৯ বছরের ছোট। আমিশার বর্তমান বয়স ৪৯ আর নির্বাণের বয়স ৩০। তবে অভিনেত্রী এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন আমিশা প্যাটেল। মাঝে অনেকদিন বিরতিতে ছিলেন।
গত বছর তার অভিনীত ‘গদার ২’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপর আর সেভাবে অভিনেত্রীকে পর্দায় দেখা যায়নি। এ বছর মুক্তি পায় আমিশা অভিনীত সিনেমা ‘তওবা তেরা জালওয়া’। তবে ছবিটি একেবারেই সাড়া ফেলতে পারেনি।