মায়ের শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি পরে মায়ের কবরের সামনে শুভ

  © সংগৃহীত

ঢালিউড তারকা আরিফিন শুভর মা খায়রুন নেসা দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন তিন মাস হলো। বলা যায় মাকে ছাড়া এটিই বাংলাদেশের ফিল্ম জগতের এই অভিনেতার প্রথম ঈদ। 

ক্যারিয়ার দুর্দান্ত ভালো কাটলেও মা হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারেননি শুভ। এ জন্যই মায়ের স্মৃতিচারণ করে ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন আরিফিন শুভ। আর গলায় পরেছেন মায়ের চেইন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে থাকা ছবির পাশাপাশি ফেসবুকে মায়ের একটি স্থিরচিত্র দিয়ে করা এক পোস্টে এসব জানিয়েছেন তিনি। ক্যাপশনে তার মাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না।’ 

তিনি লিখেছেন, ‘মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় তিনমাস। এখনো বোঝার চেষ্টা করছি যে কি হলো আসলে, আমি কী ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছো। সব কিছু কেমন যেন হয়ে গেল। পেশায় অভিনয়শিল্পী হয়েও আমি ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।’

e8adfacc-a368-4123-8a0c-e79480ceb38f

তিনি আরও লিখেছেন, ‘তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পড়েছি এবারের ঈদের মা। আজকে যখন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি, নিচে গার্ডরা বলল, এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগলো এই ভেবে যে, বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮/৯ বছর খেয়াল করেছে। এবার তোমার গলার চেইনটা নিজেই পড়লাম। কিন্তু আমাদের ওই কমেডি করাটা আর হলো না যে, আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না ‘

সবশেষ মাকে ঈদ মোবারক জানিয়েছেন আরিফিন শুভ। তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারক মা। পৃথিবীর সব মাকে ঈদ মোবারক।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence