আমি সো কল্ড ওই হিরো না যে, বউ-বাচ্চার কথা বলব না: নিশো

০৪ জুলাই ২০২৩, ১১:২৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
আফরান নিশো

আফরান নিশো © সংগৃহীত

এবার ঈদে শাকিব খান ও আফরান নিশোর একসঙ্গে সিনেমা মুক্তি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের তর্ক-বিতর্ক যেমন চলছে, তেমনি তা গড়াচ্ছে কাদা ছোড়াছুড়িতেও। পরিচালক কিংবা অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে কেউ মন্তব্য না করলেও ভোক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তর্ক-বিতর্ক চলছেই। এরমধ্যে নিশোর একটি মন্তব্যকে ঘিরে শাকিবিয়ানদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে। এক গণমাধ্যমকর্মীকে নিশো বলেন, আমি তো সো কল্ড ওই হিরো না যে, আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না।’

সোমবার (৩ জুলাই) বিকেলে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে ‘সুড়ঙ্গ’ টিম। এ সময় সিনেমার পাইরেসি সংক্রান্ত ব্যাপারে কথা বলার জন্য একত্র হয়েছিলেন ‘সুড়ঙ্গ’ টিম। কিন্তু সেখানে আলাপচারিতায় একপর্যায়ে অন্যান্য বিষয়ও উঠে আসে।

একদিকে প্রথম সিনেমা, আরেক দিকে ঈদের মতো উৎসব আর শক্ত প্রতিদ্বন্দ্বী; এসব কারণে চাপ অনুভব করেছেন কিনা, এমন প্রশ্ন করা হয় নিশোকে। জবাবে তিনি বলেন, চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কীসের? বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে।

এর মধ্যেই এক গণমাধ্যমকর্মী বললেন, ‘বয়সটা বলে দিলেন!’ তখন এলো নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি। সেটা এরকম, ‘বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সো কল্ড ওই হিরো না যে, আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না।’

আরও পড়ুন: শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি: বুবলী

নিশো নিজেকে সামলে নেন এভাবে, ‘এসব ধারণা অনেক আগে ছিল যে, তোমরা যারা নায়ক, তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করো না, অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা। এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে।’

পাইরেসি বা ফাঁস হয়ে যাওয়ার এই বিষয়ে আফরান নিশো বলেন, ‘যদি কোনও সিনেমার ক্লিপ ভাইরাল হয়, তখন তো সবারই দায়িত্ববোধ থেকে সেটার বিরুদ্ধে কথা বলা উচিত। কিন্তু সেই দায়িত্ববোধ কই? যখন কোনও দৃশ্য এরকম ফাঁস হয়ে যায়, তখন সংশ্লিষ্টরা বেশি ব্যথিত হন। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে সবারই প্রতিবাদ করা উচিত।

চোর যখন অপরাধ করে, তখন ভাবে যে কখনও ধরা পড়বে না। যারাই এসব করছেন, বুঝে অথবা না বুঝে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁজে বের করা যাবে। কখনও সময় বেশি লাগে, কখনও কম, এটুকুই।’

উল্লেখ্য, রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটিবেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। আলফা আই ও চরকি প্রযোজিত ছবিটি ঈদের দিন থেকে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে চলছে। প্রায় সব হলেই ছবিটি হাউজফুল যাচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9