সেন্সর বোর্ড অকেজো জিনিসে পরিণত হয়েছে: ফারুকী

১৯ মে ২০২৩, ১১:৪৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
সেন্সর বোর্ড অকেজো জিনিসে পরিণত হয়েছে: ফারুকী

সেন্সর বোর্ড অকেজো জিনিসে পরিণত হয়েছে: ফারুকী © সংগৃহীত

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমি মনে করি সরকারের এখন ভাবার সময় এসেছে যে, সেন্সরের নামে শিল্পীদের গলা চেপে ধরা আদৌ তাকে রক্ষা করতে পারছে কিনা? কারণ সে যেটার ভয়ে আছে, সেটা আপনি ফেসবুকে পাবেন, ইউটিউবে গেলে পাবেন। সেন্সর বোর্ড এখন অকেজো জিনিসে পরিণত হয়েছে। যেটা এখন শুধুমাত্র যন্ত্রণা দিতে পারে।

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান ফিল্ম সোসাইটি তিন দিনব্যাপী সিনেমা উৎসব ‘একান্নবর্তী’র আয়োজন করেছে। উৎসবে শেষ দিনে মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী, মেজবাউর রহমান সুমন ও আশফাক নিপুন।

অনুষ্ঠানে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ইরানে একটা নির্দিষ্ট আইন আছে। আমাদের দেশে সেটা নেই। তাই আমরা জানি না আমাদের সীমা কতটুকু। আমরা জানি না কোন কথাটা বললে আটকে দেবে। আর কোন কথাটা বললে আটকে দেবে না। সেন্সর আইন করা হয়েছিল, কারণ কেউ যেন সরকারের সমালোচনায় এমন কিছু না বলে, যেটাতে সরকার ঝামেলায় পড়ে। এখন সরকারের সমালোচনা করার জন্য কার এত ঠেকা পড়েছে কষ্ট করে সিনেমা বানাবে?

তিনি বলেন, এই অবস্থা থেকে মুক্তির একটাই উপায়—দেশে যখন আইনের শাসন থাকবে, দেশে যখন মানুষের সত্যিকারের কথা বলার স্বাধীনতা থাকবে, বিচার থাকবে, সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ থাকবে; তখন শিল্পীও তার গল্প বলার স্বাধীনতা পাবে। সমাজের অন্যান্য জায়গায় স্বাধীনতা নাই কিন্তু সিনেমায় স্বাধীনতা থাকবে— এটা একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে যদি আমি প্রত্যাশা করি তাহলে আমি খুবই রোমান্টিক। এটার কোনো মানে নাই।

ফারুকী বলেন, আমাদের শিল্পীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। দায়িত্ব পালন না করলেও হতো, কিন্তু কখনো কখনো ভুল দায়িত্ব পালন করছেন। এটা যে কতটা বিপজ্জনক দিক সেটা আমাদের সর্বনাশ হয়ে যাওয়ার পরে আমরা টের পাব। এর মাধ্যমে আমরা শুধু যে আমাদের সর্বনাশ করেছি সেটা না। বরং সরকারকেও ভুল পথে যেতে উৎসাহিত করেছি। আমাদের দেশের সাহিত্যিকরা, শিল্পীরা, থিয়েটার কর্মীরা যদি নিজ নিজ জায়গা থেকে অনিয়মের বিরুদ্ধে কথা বলতেন, তাহলে বাংলাদেশ আরও সুন্দর হতো, সরকার তখন সচেতন হতো।

এসময় চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুন বলেন, পৃথিবীর কোথাও এখন সেন্সরশিপ নেই। যেটা আছে সেটা হলো সেন্সর সার্টিফিকেশন। এটা ঠিক করে দেয় কোন বয়সের মানুষজন কোন কন্টেন্ট দেখবে। একজন দর্শক কাপড় কিনতে গেলে যেমন তার পছন্দের মতো কাপড় কিনবে, সেখানে যেমন বাঁধাধরা কিছু নাই। ঠিক সিনেমার ক্ষেত্রেও কোনো বাঁধাধরা নিয়ম নেই। রাষ্ট্র যদি এখন বলে দেয়, কাপড় কেনার ক্ষেত্রে তুমি অমুক কাপড়টি পরতে পারবে না, সেটা যেমন বেমানান। সিনেমার ক্ষেত্রেও যদি বলে দেয় তুমি এটা করতে পারবে না, ওটা দেখাতে পারবে না, এটা কেটে দিতে হবে, তাহলে সেটাও বেমানান।

মেজবাউর রহমান সুমন বলেন, বর্তমানে সিনেমা নির্মাতাদের রাষ্ট্র গ্রহণ করতে চায় না। সমাজে জনমত তৈরির একটি বড় মাধ্যম সিনেমা। সিনেমায় কমেডি, রাজনীতি ইত্যাদি উপস্থাপন করা হয় বিনোদনের জন্য। কিন্তু সেন্সরশিপ বলছে, রাজনীতি নিয়ে উপস্থাপন করা যাবে না। সেন্সরশিপের ভয়ে নির্মাতারা নিজেরাই একটি সেন্সরশিপ তৈরি করে নিয়েছেন। এজন্য সিনেমা নির্মাণের আগেই সেসন্সরশিপের ভয়ে রাজনীতিক অবস্থা বা পরিস্থিতি তুলে ধরা থেকে বিরত থাকে।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্…
  • ১২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির স্মরণে ঢাবিতে হবে ৫ দিনব্যাপী বইমেলা
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফের দুটি প্রধান সীমান্ত বাণিজ্যকেন্দ্র বন্ধ, রাজস্ব হা…
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
হুমকি-ধমকি মামলায় অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
  • ১২ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা-পাকিস্তান নয়, বাংলাদেশের জন্য যে দু’টি বিকল্প জায়…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9