বশেমুরবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণ কাজ বন্ধ ঘোষণা

শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মুক্ত আলোচনা
শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মুক্ত আলোচনা  © টিডিসি ফটো

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হাইটেক পার্ক নির্মাণের কাজ সাময়িক বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় এ ঘোষণা দেন উপাচার্য ড.একিউএম মাহবুব।

উপাচার্য বলেন, ‘তোমরা যেহেতু এখানে আইটি পার্ক চাচ্ছো না আমি এই মেসেজটি কনভে করে মন্ত্রণালয়ে জানাবো। এরপর মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে তারা এখানে করবে নাকি অন্য কোথাও হবে। এই সময় পর্যন্ত কাজ বন্ধ থাকবে।’

আরও পড়ুন: ‘তোমরা এখন সরকারের বিরুদ্ধে লড়ছো, নট ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে

তবে উপাচার্যের এ কথায় আশ্বস্ত হতে পারেননি সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ‘বিকেল ৫.০০ টার মধ্যে উপাচার্য যদি এই ঘোষণা না দেন যে ৫৫ একরের মধ্যে হাইটেক পার্ক হবে না তাহলে আগামীকাল থেকে সকল ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলন করা হবে।’

এর আগে, হাইটেক পার্ক নির্মাণের কাজ শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ শুরু করেন শিক্ষার্থীরা, পরবর্তীতে রাত থেকে অনশনে বসেন দুই শিক্ষার্থী এবং সকাল থেকে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। 


সর্বশেষ সংবাদ