না ফেরার দেশে রাবিপ্রবির প্রথম ভিসি অধ্যাপক প্রদানেন্দু

প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা
প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা  © টিডিসি ফটো

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রথম উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দায়িত্বরত সদস্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা মারা গেছেন। বুধবার (১৭ আগস্ট) সকালে আনুমানিক সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। প্রদানেন্দুর মৃত্যুতে খাগড়াছড়িতে শোকের ছায়া নেমেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলা শহরের খবংপড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন।

এদিকে প্রদানেন্দু বিকাশ চাকমার মৃত্যুতে শোক জানিয়েছেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ বিভিন্ন সংগঠন।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবির কেন্দ্রস্থলে হাইটেক পার্ক, হুমকির মুখে শিক্ষার্থীদের নিরাপত্তা

প্রদানেন্দু বিকাশ চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ছিলেন। পরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৮ ও ২০১৮-২১ দুই মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হন।

অধ্যাপক প্রদানেন্দুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা বলেন, রাবিপ্রবির প্রথম উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা প্রয়াণে রাবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। রাবিপ্রবির সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে তার পারলৌকিক সদগতি ও মঙ্গল কামনা করছি। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence