জিপিএ’র ওপর নম্বর কমাচ্ছে যবিপ্রবি

১১ জুন ২০২২, ০৪:৫০ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তিতে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ওপর নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গত শিক্ষাবর্ষে জিপিএ’র ওপর ২০ নম্বর রাখা হলেও এবার তা কমাচ্ছে যবিপ্রবি।

শনিবার (১১ জুন) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান জানান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, যেহেতু এবার তিনটি বিষয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাই আমরা জিপিএ’র নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থী ভর্তিতে আমরা ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে প্রাধান্য দিতে চাই। জিপিএ’র কারণে কোনো শিক্ষার্থী যেন ভর্তির সুযোগ বঞ্চিত না হয় সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গুচ্ছে জিপিএ নম্বর নির্ধারণ করবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন আরও বলেন, আমরা এবার এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ওপর ১০ নম্বর নির্ধারণ করেছি। এক্ষেত্রে এসএসসিতে প্রাপ্ত জিপিএকে এক দিয়ে এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএকেও এক দিয়ে গুন করা হবে।

এদিকে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার আংশিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি ও সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে) উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ইউনিট-এ, ইউনিট-বি ও ইউনিট-সি-তে আবেদন করতে পারবে।

রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬