পাবিপ্রবিতে দুই ডোজ টিকা ছাড়া সশরীরে ক্লাস নয়
- পাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৭ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৭ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে সশরীরে ক্লাশ শুরু হবে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও স্কলারশীপ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও স্কলারশীপ শাখার উপ-রেজিস্ট্রার মো. আবদুল মজিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজানতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২ ফেব্রুয়ারি হতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সশরীরের শ্রেণীকক্ষে ক্লাশ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: যবিপ্রবিতে সশরীরে পাঠদান শুরু ২২ ফেব্রুয়ারি
এতে আরো বলা হয়েছে, যেসকল শিক্ষার্থী শুধু মাত্র করোনা ভাইরাসের দুই (০২) ডোজ টিকা নিয়েছে তারাই কেবল শ্রেণীকক্ষে সশরীরের ক্লাশে উপস্থিত থাকতে থাকতে পারবে। যারা এখনো করোনা ভাইরাসের দুই (০২) ডোজ টিকা নেয়নি তারা আপাতত অনলাইন ক্লাশে যুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট এবং দপ্তরগুলোতে পাঠানো হয়েছে এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়গুলো অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান চালু করা হবে।