আবরারের স্মরণে অসহায় রোগীদের কাছে খাবার নিয়ে বুয়েট শিক্ষার্থীরা

০৬ অক্টোবর ২০২১, ০৭:০৪ PM
আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে হেল্প বুয়েটিয়ানের কর্মসূচী

আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে হেল্প বুয়েটিয়ানের কর্মসূচী © ছবি : সংগৃহীত

আবরার ফাহাদ, বাংলাদেশের মানুয়ের হৃদয়ে যে নামটি এখনো মর্মান্তিক এক স্মৃতি হয়ে গেঁথে আছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অত্যন্ত মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা এখনো সকলের মনে দাগ কাটে। আগামীকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) আবরারের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী। তাই বুয়েটের কয়েকজন শিক্ষার্থী মিলে তার রুহের মাগফিরাতের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুয়েটের কয়েকজন শিক্ষার্থী দ্বারা পরিচালিত Help_BUETian (হেল্প বুয়েটিয়ান) নামে গ্রুপটি (অলাভজনক একটি সংগঠন) আবরারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের অসহায় রোগীদের মাঝে খাবার বিতরণের পদক্ষেপ নিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তারা অসহায় রোগী ও তাদের সাথে আসা আত্মীয়দের মুখে খাবার তুলে দেবে। 

এছাড়া আজ বুধবার (৬ অক্টোবর) সংগঠনটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ অসহায় ভর্তি রোগীকে দুপুরের খাবার খাইয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে Help_BUETian গ্রুপের এডমিন ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র আমির ফয়সাল বলেন, আমরা করোনাকালেও দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। আবরারের জন্য কিছু করার ইচ্ছা থেকে আমরা বুয়েটিয়ান কয়েকজন এই উদ্যোগ নিয়েছি। গতকালও আমরা আবরারের আত্মার শান্তির জন্য খাবার বিতরণ করেছি। হাসপাতালগুলোতে এমন অনেক অসহায় মানুষ আছেন যারা রোগীকে চিকিৎসা করাতে এসে না খেয়ে দিন পার করছেন। এমন মানুষদের খাওয়াতে পেরে আমরা আনন্দিত। আগামীকালও আবরারের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আমাদের কর্মসূচি রয়েছে।

আমির ফয়সাল আরো জানান, এখন তারা ছোট পরিসরে কাজ করলেও তাদের স্বপ্ন সারা বাংলাদেশের মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার। ভবিষ্যতে তারা বুয়েটিয়ানরা মিলে একটি ক্লাব খুলতে চায়।

যারা আবরারের স্মরণে এ কাজে সাহায্য করতে চান তারা নিম্নের ঠিকানায় নগদ অর্থ সহায়তা প্রেরণ করতে পারবেন।

বিকাশ ও নগদ: ০১৬৮০০৯৮৪১৮, ০১৭১০৬৫২৩৩২; রকেট: ০১৮৭৮৫১৪৭৯৮৪ এবং ব্যাংক একাউন্ট: ৪৪০৪০০১০৩২৪৬৭ (সোনালী ব্যাংক, বুয়েট ব্রাঞ্চ)।

বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে Ref: Abrar দিতে হবে।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬