বিশ্ববিদ্যালয় দিবসে হাবিপ্রবি গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ
- হাবিপ্রবি প্রতিনধি
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৮:১২ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৮ PM
করোনায় বিপর্যস্ত জনজীবন। দিন এনে যারা দিন খাওয়া মানুষ গুলো কাজ না পেয়ে অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন। এমন সব মানুষের পাশে করোনার শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। করোনার সংক্রমণের পর দেশের প্রতিটি জেলা, উপজেলায় খাদ্য সহায়তা, সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ পৌছে দিয়েছে গ্রীন ভয়েসের সবুজ বন্ধুরা।
আজ ১১ সেপ্টেম্বর দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ২৩ প্রতিষ্ঠা দিবস। দিবসটি উপলক্ষে পূর্বের ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর আর্থিক সহায়তায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন অসহায় ও দুস্থ ১২ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ পৌছে দেয়ার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সবুজ বন্ধুরা।
হাবিপ্রবি গ্রীন ভয়েস শাখার সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল জানান, ইউসিবি ব্যাংকের সহায়তায় দেশব্যাপী গ্রীন ভয়েসের খাদ্য,স্বাস্থ্য সুরক্ষা ও নগদ অর্থ সহায়তা প্রদানের কাজ চলছে। তারই অংশ হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমরা ৬জনকে খাদ্য সামগ্রী, ৪ জনকে সুরক্ষা সামগ্রী এবং ২জনকে নগদ অর্থ সহায়তা দিয়েছি। বিশ্ববিদ্যালয় দিবসের আনন্দ গরীব, অসহায় মানুষের সাথে শেয়ার করতে আমরা আজকের এই দিনে কর্মসূচি পালন করি। এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কিছু ফলদ ও বনোজ গাছ রোপন করা হয়েছে। হাবিপ্রবি গ্রীন ভয়েসের খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখা গ্রীন ভয়েসের সমন্বয়ক মো: আব্দুল মান্নান, হাবিপ্রবি গ্রীন ভয়েস শাখার সভাপতি মো: নাজমুল হুদা, সদস্য অমিত হাসান, নাজমুল ইসলাম সাগর,নুসরাত জাহান উর্মি সরকার, সানজিদা সুমনা প্রমুখ।